আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজ হেরে গিয়েছে ভারত। কিন্তু তার আঁচ লাগেনি যশপ্রীত বুমরার গায়ে। গোটা সিরিজে অনবদ্য পারফরম্যান্সে একের পর এক রেকর্ড গড়েন তারকা পেসার। ইতিহাসে নাম লেখান। এবার ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনীত হলেন যশপ্রীত বুমরা, প্যাট কামিন্স এবং ডেন প্যাটারসন। বর্ডার-গাভাসকর ট্রফিতে বল এবং ব্যাট হাতে সফল প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ৩-১ জয়ে অজি অধিনায়কের অবদান অনস্বীকার্য। সিরিজ জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করে। ১৭ উইকেট তুলে নেন কামিন্স। গড় ১৭.৬৪। সেরা বোলিং অ্যাডিলেডে। ৫৭ রানে ৫ উইকেট তুলে নেন। মেলবোর্নে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪৯ এবং ৪১ রান করেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে সিরিজ জিততে সাহায্য করে।
অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরম্যান্স যশপ্রীত বুমরার। মোট ৩২ উইকেট নেন। গড় ১৪.২২। ব্রিসবেন এবং মেলবোর্নে ৯ উইকেট নেন। ভারত হারলেও সিরিজ সেরা হন বুমরা। ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চে ব়্যাঙ্কিং পয়েন্ট সংগ্রহ করে নতুন রেকর্ড স্থাপন করেন। যার ফলে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ঢুকে পড়েন ভারতীয় পেসার। অন্যদের দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেন ডেন প্যাটারসন। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স। দুই টেস্টে ১৩ উইকেট নেন। গড় ১৬.৯২। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নেন। তাঁর এই দাপুটে বোলিংয়ে ভর করে, একনম্বর দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করে প্রোটিয়ারা। এই তিন তারকার জন্যই উপকৃত হয়েছে তাঁদের দল। দু'জন দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলেন। অন্যজন শেষপর্যন্ত দলকে লড়াইয়ে রাখেন।
