আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের কয়েক মিনিটের কানপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। মনে করা হয়েছিল আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া সিরিজের কথআ মাথায় রেখে কানপুরের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে। কিন্তু অজিত আগারকারের নেতৃত্বে সিনিয়র নির্বাচক কমিটি ফাস্ট বোলার জসপ্রিত বুমরাকে বিশ্রাম দেয়নি। পেসার যশ দয়াল এবং আকাশ দীপ তাঁদের জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে।
সরফরাজ খান এবং ব্যাক-আপ উইকেটরক্ষক ধ্রুব জুরেলও দলের সঙ্গে ভ্রমণ করবেন বলে জানিয়েছে বিসিসিআই। রবিবার চেন্নাইয়ে ভারত বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে লিড নিয়েছে। চতুর্থ দিনের সকালে বাংলাদেশের ইনিংসে ধস নামান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ঘরের মাঠে অশ্বিন ভেলকি দেখালেন। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন তিনি। জাদেজা নেন তিনটি। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ১৫৮। চতুর্থ দিন ৭৬ রান জোড়েন বাংলাদেশের ব্যাটাররা। ভারতকে এদিন প্রথম উইকেট এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ দিনের সকালে প্রথমবার আক্রমণে এসেই শাকিবকে আউট করেন তিনি।
অশ্বিনের পরে বাংলাদেশের ইনিংসে আঘাত হানেন জাদেজা। তিনি ফেরান লিটন দাসকে (১)। স্কোর বোর্ডে বাংলাদেশের রান তখন ৬ উইকেটে ২০৫। এর পরে ফের অশ্বিনের শিকার মেহেদি হাসান (৮)। এক প্রান্ত দিয়ে একের পর এক উইকেট বাংলাদেশ হারালেও অন্য প্রান্ত আগলে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। শেষমেশ ৮২ রানে তিনি আউট হন জাদেজার বলে। শান্ত ফিরে যাওয়ার পরে তাসকিন ও হাসান মাহমুদ এলেন আর গেলেন। ২৩৪ রানে থেমে গেল বাংলাদেশ। ম্যাচের সেরা নির্বাচিত হন রবি অশ্বিন।
