আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন জসপ্রীত বুমরা। ব্রিসবেনে ৯ উইকেট নিয়েছিলেন বুমরা। মেলবোর্ন টেস্টের আগে আইসিসি যে র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে তাতে বোলারদের তালিকায় শীর্ষে বুমরা। র্যাঙ্কিং পয়েন্ট কেরিয়ারের সেরা ৯০৪। তিনি ছুঁয়ে ফেললেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে। ২০১৬ সালে অশ্বিন ৯০৪ র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। আর এখন অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ রেটিং পয়েন্ট হল বুমরারও। এত রেটিং পয়েন্ট আর কোনও ভারতীয় বোলার টেস্টে পাননি।
এই বছরে আরও একটি টেস্ট খেলবে ভারত। তাই মেলবোর্নেই ভাল বোলিং করে অশ্বিনের র্যাঙ্কিং পয়েন্টকে টপকে যাওয়ার সুযোগ থাকছে বুমরার কাছে।
এদিকে দুই ও তিনে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার জস হ্যাজলেউড। আর ব্যাটারদের তালিকায় চারে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ইতিমধ্যেই চলতি সিরিজে দুটি শতরান করে ফেলেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৮২৫। প্রথম দশে জায়গা করে নিয়েছেন ব্রিসবেনে শতরান করা স্টিভ স্মিথও।
অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে চলে এসেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও।
এদিকে একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। টি২০ র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে চলে এসেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
