আজকাল ওয়েবডেস্ক: এশিয়ান কাপের যোগ্যতা পর্ব থেকে বিদায় নিয়েছে দুই দেশ। ভারতের কোচ খালিদ জামিল মনে করছেন, ম্যাচটায় চাপ রয়েছে। বাংলাদেশের তারকা ফুটবলার জামাল ভুঁইয়া আবার মনে করেন এবার ইতিহাসের চাকা ঘুরতে পারে।
বাংলাদেশের জার্সিতে জামালের অভিষেক হয় ২০১৩ সালে। ৯২টি ম্যাচ তিনি খেলেছেন জাতীয় দলের হয়ে। ভারতের বিরুদ্ধে ৬টি ম্যাচ খেললেও একটি ম্যাচেও জেতেননি তিনি। জামাল মনে করছেন, এবার হয়তো শেষ হাসি তোলা থাকবে তাদের জন্য।
হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেলছে। জামাল মনে করছেন, বাংলাদেশের স্কোয়াড় সবথেকে শক্তিশালী। তাই এবার জয়ের আশা রয়েছে বলে মনে করেন তিনি।
ক্যালেন্ডারের পাতা শেষের দিকে ওলটাচ্ছে। ভারতকে হারিয়ে বছরের শেষটা ভাল করতে চান জামাল। তিনি বলেন, ''এটা আবেগের ম্যাচ, উত্তেজনারও বটে। এই ম্যাচের পরে জাতীয় দলের লম্বা বিরতি। শেষটা জয় দিয়ে করতে চাই।''
ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিলও স্বীকার করে নিয়েছেন, তাঁদের কাজটা কঠিন হতে চলেছে।
দুই প্রতিবেশী দেশের আর সম্ভাবনা না থাকলেও উৎসাহের কমতি নেই। অনলাইনে টিকিট ছাড়ার মিনিট ছয়েকের মধ্যেই সব টিকিট শেষ।
খালিদ জামিল স্বীকার করে নেন তাঁর দলের উপরে চাপ রয়েছে। ভারতের ফুটবল দলের কোচ বলেন, ''চাপ আছে আমাদের উপরে। তা মেনে নিতে হবে। সবাই জানে এটা আমাদের জন্য চাপের ম্যাচ। তবে পজিটিভ রেজাল্টের জন্য আমাদের কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে।''
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই আবেগ। রয়েছে পরস্পরকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। কেউই কাউকে জমি ছাড়বে না।
২৫ মার্চ শিলংয়ে দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছিল হামজা চৌধুরীর।
ভারতের কোচ অবশ্য আলাদা করে হামজা চৌধুরীকে নিয়ে ভাবতে নারাজ। তিনি বলছেন, ''আমরা একজন কোনও খেলোয়াড়কে নিয়ে ভাবছি না। বাংলাদেশ দলে অনেক ভাল ফুটবলার রয়েছে। খুবই কঠিন ম্যাচ হতে চলেছে।''
