আজকাল ওয়েবডেস্ক: বিশ্বমঞ্চে নিজের আবির্ভাবের জানান দিলেন জেকব বেথেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্টে নিজের প্রথম শতরান পেলেন ইংল্যান্ডের ক্রিকেটার। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে শতরান করেন। চতুর্থ দিন তিন অক্ষরের রানে পৌঁছয় ২২ বছরের ব্যাটার। চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে শতরানে পৌঁছে যান। একইসঙ্গে করলেন একাধিক রেকর্ড। ২২ বছর বা আরও কমবয়সী ক্রিকেটারের তালিকায় ইংল্যান্ডের নবম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করার নজির গড়লেন। জনি ব্রিগস, ইয়ং জ্যাক হিয়ারনে, ইফতিখার আলি খান পতৌদি, কোলিন কাউড্রে, ডেভিড গাওয়ার, মাইক আর্টারটন, অ্যালিস্টার কুক এবং বেন স্টোকসদের তালিকায় যোগ দেন বেথেল।
আরও একটি রেকর্ড করে ফেলেছেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটেও গড়লেন নজির। দুই পর্যায়ের ক্রিকেটেই অভিষেকে শতরান রয়েছে বেথেলের। ধরে ফেললেন কপিল দেবকে। এই তালিকায় ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছাড়া আছেন মার্লন স্যামুয়েলস, মেহদি হাসান মিরাজ এবং কার্টিস ক্যাম্ফার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যাশেজে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের তালিকায় ঢুকে পড়লেন তিনি। ২২ বছর ৭৬ দিনে এই নজির গড়লেন ইংল্যান্ডের উঠতি ক্রিকেটার। জো রুট এবং বেন স্টোকসকে ছাপিয়ে যান। ইংল্যান্ডের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচে মেডেন ফার্স্ট ক্লাস শতরান করলেন বেথেল। এই তালিকায় আছেন হেনরি উড, জ্যাক রাসেল, স্টুয়ার্ট ব্রড এবং গাস আটকিনসন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সপ্তম প্লেয়ার হিসেবে এই নজির গড়েন।
সিডনিতে প্রথমে ব্যাট করে ৩৮৪ রান করে ইংল্যান্ড। শতরান করেন জো রুট। ১৬০ রান করে আউট হন। ৮৪ রানে ফেরেন হ্যারি ব্রুক। ৪ উইকেট নেন মাইকেল নেসের। জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় অজিদের। ৫৬৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। জোড়া শতরান ট্রাভিস হেড (১৬৩) এবং স্টিভ স্মিথের (১৩৮)। তিনটে করে উইকেট নেন ব্রাইডন কার্স এবং জস টং। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৩০২। ১১৯ রানে এগিয়ে। শতরান জেকব বেথেলের। ১৪২ রানে অপরাজিত। ৪২ রানে আউট হন বেন ডাকেট। রান পাননি জো রুট। মাত্র ৬ রানে ফেরেন প্রথম ইনিংসের শতরানকারী।
