আজকাল ওযেবডেস্ক:ইতালির নীল জার্সিতে ১৬টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ৭। কিন্তু ১৯৯০ সালের বিশ্বকাপে একাই করেছিলেন ৬টি গোল।
ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপ সালভাতোর সিলাচিকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। পেয়েছিলেন সোনার বল। সেই সালভাতোর সিলাচি জীবনযুদ্ধে হার মানলেন কোলন ক্যান্সারের কাছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। সিলাচির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইতালির ফুটবলে।
শিলাচির মৃত্যুতে এক বিবৃতিতে জুভেন্টাস লিখেছে, ''বিদায় তোতো, ধন্যবাদ।'' ইতালি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা জানিয়েছেন, চলতি সপ্তাহে যে ক'টি ম্যাচ রয়েছে, সেই সব ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
৯০-এর বিশ্বকাপে নামার আগে আজুরিদের হয়ে মাত্র একটি ম্যাচে খেলেছিলেন সিলাচি। অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে গোল করেছিলেন তিনি। সিলাচির গোলেই সেই ম্যাচ জিতেছিল ইতালি। তার পরে মেগা টুর্নামেন্ট যত গড়াতে থাকে, সিলাচির পা ততই কথা বলতে শুরু করে। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালির দৌড় থেমে যায় সেমিফাইনালে। শেষ চারে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনার কাছে হার মানে ইতালি।
ফুটবল মাঠে গোটা দেশকে স্বপ্ন দেখিয়েছিলেন সিলাচি। মাত্র এক বিশ্বকাপ খেলেই নায়ক হয়ে যাওয়া তারকার দৌড় থেমে গেল এদিন।
