আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিটি ম্যাচই এখন ইতালির কাছে ডু অর ডাই। এই প্রেক্ষিতে জরায়েলের বিরুদ্ধে আজুরিরা জিতেছে ৫-৪ গোলে। ৯ গোলের থ্রিলারে শেষমেশ জয় পেল ইতালি।

১৬ মিনিটে ইতালিমাঝমাঠের খেলোয়াড় ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে এগিয়ে যায় জরায়েল ৪০ মিনিটে সমতা ফেরান ইতালির ময়জে কিন। ৫২ মিনিটে আবার এগিয়ে যায় ইজরায়েলমিনিট দুয়েকের মধ্যেই ২-২ করে ফেলে ইতালি। ৫৮ মিনিটে ইতালি এগিয়ে যায় ৩-২ গোলে। ৮ইতালি ২ করে ফেলে। সবাই যখন ধরেই নিয়েছে ইতালি খুব সহজেই ম্যাচটা জিততে চলেছে, তখনই পরিবর্তন খেলায়৮৭ মিনিটে ইতালির আলেসান্দ্রো বাস্তোনি আত্মঘাতী গোল করে বসেন। তার ঠিক মিনিট দুয়েকের মধ্যেই ফের ইজরায়েলের গোল। ৪-২ থেকে ম্যাচ হয়ে যায় ৪-৪। অ্যাডেড টাইমে ইতালি মিডফিল্ডার সান্দ্রো তোনালিকরেন। তার পরে কোনও দলই আর গোল করতে পারেনি।

ইজরায়েলকে হারিয়ে ম্যাচেপয়েন্ট ইতালিজরায়েল এক ম্যাচ বেশি খেলে একই পয়েন্টে দাঁড়িয়ে। এদিকে, টানা তিন ম্যাচে হারের পরে অবশেষে জার্মানির জয়। বিশ্বকাপ বাছাই পর্বে জার্মানি জয় পাওয়ায় স্বস্তি ফিরে পেল। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল জার্মানি। সেই জার্মানিই উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গলায় চেপে বসা ফাঁসটা আলগা করে নিল। স্লোভাকিয়ার কাছে পরাজয়ের আগে অবশ্য নেশনস লিগে ফ্রান্স ও পর্তুগালের কাছেও হারতে হয়েছিল জার্মানিকে। 

কোলনে ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রথম একাদশে পাঁচ-পাঁচটি পরিবর্তন আনেন জার্মান কোচ নাগলসমান। খেলার সাত মিনিটে এগিয়ে যায় জার্মানি। গোলটি করেন সের্হে নাব্রি। বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি জার্মানি। ৩৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান উত্তর আয়ারল্যান্ডের ইসাক প্রাইস। বিরতির পর খেলার ছবি বদলে যায়। ৬৯ মিনিটে নাদিয়েম আমিরি এবং ৭২ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের গোল জার্মানিকে এনে দেয় কাঙ্খিত জয়।  

 

আরও পড়ুন: দেশি বনাম বিদেশি কোচের তর্ক থামালেন খালিদ, ভারতের হেডস্যরের পাশে দাঁড়িয়ে মেহতাবের খোঁচা, 'ডিস্ট্রিক্ট লেভেলেও খেলেনি যে সেও কোচ...'

 

জার্মানি জিতে স্বস্তি ফিরে পেল। সেই রাতে স্পেনের গোল বন্যায় ভেসে গেল তুরস্ক। প্রথম ম্যাচে বুলগেরিয়াকে ০-৩ গোল হারিয়েছিল বুল ফাইটিংয়ের দেশ। তুরস্ক হজম করল হাফ ডজন গোল। স্পেনের হয়ে হ্যাটট্রিক করেন মিকেল মেরিনো। স্পেনের মতোই ছক্কা হাঁকিয়েছে বেলজিয়ামও। আগের ম্যাচে লিখটেনস্টেইনের বিরুদ্ধে ৬-০ গোলে জিতেছিল  বেলজিয়াম। সেই বেলজিয়াম কাজাখস্তানকেও একই ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে। ৬ গোলের জয়ে বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডকু। একটি করে গোল করেন নিকোলাস রাসকিন ও টমাস মুনিয়ের। 

গ্রুপ ‘জি’তে পোল্যান্ডের সঙ্গে আগের ম্যাচ ড্র করেছিল নেদারল্যান্ডস। রোনাল্ড কোমানের দল লিথুয়ানিয়াকে ৩-২-এ হারিয়েছে। জোড়া গোল করে ইতিহাস তৈরি করেন মেমফিস ডিপাই।নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনিই। এতদিন ৫০টি গোল করে তিনি ও রবিন ফন পার্সি একই বন্ধনীতে ছিলেন। লিথুয়ানিয়ার বিরুদ্ধে প্রথম গোল করে ডিপাই ছাড়িয়ে যান ফন পার্সিকে। পরে আরও একটি গোল করে তিনি আরেকটু এগিয়ে যান। নেদারল্যান্ডসের হয়ে আরেকটি গোল করেন কুইন্টন টিম্বার। এদিন জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’র শীর্ষে থাকল নেদারল্যান্ডস। 

 
 

আরও পড়ুন: অফিসে সামলে একটু বল পেটানো, সেই ওমানের জতিন্দর, সুফিয়ানদের আদর্শ স্কাই-হার্দিকরাই, জানেন তাঁরা কী বলছেন? ...