আজকাল ওয়েবডেস্ক: আমস্টারডামের ফুটবল স্টেডিয়ামে ইজরায়েলের সমর্থকদের ওপর হামলার অভিযোগ। দেশের নাগরিকদের উদ্ধার করতে দুটো বিমান পাঠানো হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহুর দপ্তর থেকে এমনই জানানো হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রকের পক্ষ থেকে তাঁদের দেশের নাগরিকদের নিজেদের হোটেল থেকে বেরতে নিষেধ করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ভির লেখেন, 'স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ইহুদিবিদ্বেষের মুখে পড়তে হয়েছে ইজরায়েলের ফ্যানদের। তাঁদের হিংস্রভাবে আক্রমণ করা হয়েছে।' আমস্টারডামে জুয়ান ক্রুয়েফ স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নেদারল্যান্ডের এই শহরে তাঁদের প্রতিবাদ নিষিদ্ধ করা হলেও প্যালেস্টাইনের বিক্ষোভকারীরা ম্যাচের শেষে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে। ৫৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, স্টেডিয়ামে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফ্যানরা নির্বিঘ্নেই স্টেডিয়াম ছাড়তে পেরেছে। কিন্তু রাতে শহরে একাধিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার জুয়ান ক্রুয়েফ স্টেডিয়ামে মাক্কাবি তেল আভিভকে আয়াক্স আমস্টারডাম ৫-০ গোলে হারায়। শুক্রবার ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফুটবল ম্যাচের শেষে ডাচ সরকারের সাহায্যে উদ্ধারকাজের বন্দোবস্ত করা হয়। তাঁরা জানিয়েছে, 'কার্গো বিমানের ব্যবহারে এই উদ্ধার কাজ হবে। তাতে মেডিক্যাল দলও থাকবে।' সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রাস্তায় দৌড়াদৌড়ি করতে দেখা যায় লোকজনকে। একজনকে মারধর করতেও দেখা গিয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ডাচ সরকারকে ইজরায়েলের নাগরিকদের নিরাপদভাবে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান বিদেশ মন্ত্রী গিডিওন সার। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।