আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ অর্থাৎ আইএসএল দ্রুতই শুরু হতে চলেছে। সেই সঙ্গে অন্যান্য লিগও শুরু হবে। বুধবার ক্রীড়ামন্ত্রী দেশের ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন। আলোচনার শেষে লিগ শুরু হওয়ার আশ্বাস দেওয়া হল ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে। কীভাবে তা শুরু হবে, সেসম্পর্কে এদিন কিছু জানানো হয়নি। সুপ্রিম কোর্টের  শুনানিতে সব জানানো হবে বলে জানা গিয়েছে। 

ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে এদিন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবে, তা জানাই ছিল। আইএসএল,  আই লিগের ক্লাবদের নিয়ে বৈঠকের পাশাপাশি এফএসডিএল, বাকি বিডারদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা ছিল। আইএসএলের ভাগ্য এবার সুপ্রিম কোর্ট আর কেন্দ্রের হাতে। 

তবে কীভাবে আইএসএল হবে, সে সম্পর্কে বিশদে জানা যায়নি। ভারতীয় ফুটবলের এহেন অনিশ্চয়তায় চিন্তিত ক্রীড়ামন্ত্রক। কেন শুরু করা যাচ্ছে না দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে, তা ক্লাবগুলোর কাছে জানতে চেয়েছিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তারই জবাবে মিশ্র প্রতিক্রিয়া পান তিনি। 

এর আগে, আদালতের কাছে দু’সপ্তাহের সময় চেয়ে নেয় কেন্দ্র। তুষার মেহতা জানান, ক্রীড়ামন্ত্রী পরিস্থিতির দিকে নজর রেখেছেন। ফুটবলারদের কথা ভেবে আইএসএল করতেই হবে, এমনটাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সেই মতোই বুধবার আলোচনা হবে দেশের সর্বোচ্চ লিগের ক্লাবগুলোর সঙ্গে। কথাবার্তা হবে আই লিগের ক্লাবগুলোর সঙ্গেও। 
টুর্নামেন্ট কীভাবে হবে, কারা স্পনসর হবেন, অর্থনৈতিক ভাবে দায়িত্ব কারা নেবেন সেটা কেন্দ্রের ওপর ছেড়ে দেওয়া হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন নিশ্চিত করেন,  আইএসএল যাতে হয় তার জন্য কেন্দ্র হস্তক্ষেপ করবে, যাতে ফুটবলারদের ক্ষতির মুখে পড়তে না হয়।

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ফুটবলারদের স্বার্থই প্রধান, তাঁরা যেন কোনওভাবে ক্ষতির মুখে না পড়েন। 

আদালত জানিয়েছে, জরুরি ভিত্তিতে আইএসএল নিয়ে আলোচনায় বসতে হবে। বিচারপতি নাগেশ্বর রাও কিছু পরিকল্পনা দিয়েছিলেন যা ভারতীয় ফুটবলের জন্য সুবিধাজনক।

জানা গিয়েছে, আগামী ৮ ডিসেম্বর এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের।