আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলে ব্রাত্য। তবে ঝাড়খণ্ডের অধিনায়ক হিসেবেই রনজিতে নামবেন ঈষান কিষান।
ঘরোয়া ক্রিকেট না খেলায় বিসিসিআইয়ের রোষের মুখে পড়ে বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে তিনি বাদ পড়েছিলেন। তারপর জাতীয় দলেও আর সুযোগ পাননি।
প্রসঙ্গত, ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার পর ভারতীয় দলে নিয়মিত ছিলেন কিষান। কিন্তু ভারতের দক্ষিণ আফ্রিকা তিনি আচমকা সরে যান। তারপরেই বোর্ডের কোপ নেমে আসে তার উপর। তারপর আর জাতীয় দলে তিনি সুযোগ পাননি।
তবে মুম্বইয়ের হয়ে নিয়মিত আইপিএল খেলেছেন। ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে খেলেছেন। তবে বড় রান পাননি। মাত্র ৩৮ করেছেন। তবে ঝাড়খণ্ডের অধিনায়ক হিসেবেই তিনি ফিরলেন। তাদের প্রথম ম্যাচ গুয়াহাটিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার তরফে বলা হয়েছে, ‘ও অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তাই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
