আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানকে বয়কট করল আইপিএল ফ্রাঞ্চাইজি পাঞ্জাব সুপার কিংস। 


এটা ঘটনা, পহেলগাঁও হামলা ও অপারেশন ‘‌সিঁদুর’‌ এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা আরও বেড়েছে। এই দুই ঘটনার পর প্রথমবার ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত–পাক। ম্যাচকে ঘিরে রয়েছে উত্তেজনা। 


এর আগে লেজেন্ডস লিগ ক্রিকেটে ভারতীয় লেজেন্ডসরা পাক লেজেন্ডসদের সঙ্গে খেলতে চায়নি। তবে কূটনৈতিক কারণে সূর্যরা খেলবেন সলমন আলি আঘা বাহিনীর বিরুদ্ধে। সুপ্রিম কোর্টেও পাক ম্যাচ বয়কট করে জনস্বার্থ মামলা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালতও জানিয়েছে, ক্রিকেট ম্যাচকে এসবের বাইরে রাখা হোক।
তবে আইপিএল ফ্রাঞ্জাইজি কিন্তু অভিনব প্রতিবাদ জানাল। পাকিস্তানকে বয়কট করল তারা। 


ম্যাচের দু’‌দিন আগে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছে পাঞ্জাব ফ্রাঞ্চাইজি। ওই পোস্টে ছবিতে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদব ও শুভমান গিলকে। ভারতের ববিবার রাত আটটায় খেলা রয়েছে এশিয়া কাপে। সেটাও পোস্টে রয়েছে। কিন্তু কাদের বিরুদ্ধে খেলা সেটা উল্লেখ নেই। ক্যাপশনে লেখা রয়েছে, ‘‌এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। লেটস গো।’‌


এই পোস্টটি এইটাই ভাইরাল হয়ে যায় যে শেষ অবধি পাঞ্জাব ফ্রাঞ্চাইজি কমেন্ট সেকশন অদৃশ্য করে দেয়। 

এদিকে, এদিকে, দুর্বল আমিরশাহিকে উড়িয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। আর পাকিস্তান শুক্রবার অভিযান শুরু করবে হংকংয়ের বিরুদ্ধে। ভারত অবশ্য পাক ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। টিম ইন্ডিয়ার সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু। তিনি দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর দিকে জোর দিয়েছেন। আমদানি করেছেন ব্রঙ্কো টেস্টের। এই টেস্টের ব্যাপারে লে রু’‌র বক্তব্য ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ তাদের অফিসিয়াল পেজে পোস্ট করেছে।


এই ব্রঙ্কো টেস্ট মূলত রাগবি প্লেয়ারদের জন্যই। তাঁদের অ্যারোবিক ও কার্ডিও ভাসকুলার ক্ষমতা বাড়ানোর জন্য। এই টেস্টে চারটি মার্ক রয়েছে। জিরো মিটার, ২০ মিটার, ৪০ মিটার ও ৬০ মিটার। যেখানে এক জন প্লেয়ারকে জিরো থেকে ৬০ মিটার অবধি দৌড়ে আবার জিরো মিটারে ফিরতে হয়। তারপর আবার ৪০ মিটারে গিয়ে জিরো মিটারে ফিরতে হয়। এইভাবে ২০ মিটারে গিয়ে ফের জিরো মিটারে ফিরতে হয়। এইভাবে ২৪০ মিটার সম্পূর্ণ করতে হয়। এইভাবে পাঁচটা সেটে ১২০০ মিটার দৌড়তে হয় কোনও বিরাম ছাড়াই। যথেষ্ট কঠিন পরীক্ষা। ক্রিকেটের বাইবেল উইজডেনের দাবি, ভারতীয় ক্রিকেটারদের এই প্রক্রিয়াটা নাকি পুরো ৬ মিনিটে সম্পূর্ণ করতে বলা হয়েছে।

বোর্ডের প্রকাশ করা ভিডিওয় লে রু বলেছেন, ‘‌এই ব্রঙ্কো টেস্ট কিন্তু নতুন নয়। এটি ভারতীয় দলে চালু করা হয়েছে। বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে এই টেস্ট বছরের পর বছর ধরে চালু রয়েছে। এই পরীক্ষার মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেস কোন পর্যায়ে রয়েছে সেটি একেবারে সঠিকভাবে জানা যায়।’‌ ভিডিওয় লে রু আরও বলেছেন, ‘‌এটি একটি ফিল্ড টেস্ট। যে কোনও মাঠে বা জায়গায় এই টেস্ট করা যেতে পারে। ঘুরতে গিয়েও এই টেস্ট করা যেতে পারে।’‌ লে রু’‌র মতে গত দুই দশকে ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। খেলা অনেক বেড়েছে। তাই ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি।