আজকাল ওয়েবডেস্ক: তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ। ১৪.২০ কোটিতে সিএসকে-তে গেলেন তিনি।
তিনি কার্তিক শর্মা। উইকেট কিপার কার্তিককে দলে নেওয়ার জন্য একসময়ে যুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত নাইটদের থেকে কার্তিককে ছিনিয়ে নেয় চেন্নাই।
মুম্বই ইন্ডিয়ান্স কার্তিককে নিয়ে উৎসাহ দেখিয়েছিল শুরুতে। পরে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স যুদ্ধে নামেন। কার্তিকের দাম রকেটের মতো বেড়ে ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়।
এর পরে সিএসকে লড়াইয়ে নামে। কেকেআরের প্রতিদ্বন্দ্বী হিসেবে অবতীর্ণ হয় তারা। দাম আরও বেড়ে যায় কার্তিকের। তাঁকে দলে নেওয়ার শেষ চেষ্টা করে সানরাইজার্স হায়দরাবাদ। শেষে সিএসকে ১৪.২০ কোটিতে দলে নেয় কার্তিক শর্মাকে।
রাজস্থানের কিপার প্রথমবার আইপিএল খেলবেন। ঘরোয়া ক্রিকেটে ১৯ বছর বয়সী ক্রিকেটারের মারমুখী ব্যাটিং নজর কেড়েছে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঁচটি ম্যাচে ১৩৩ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ষাটের বেশি।
কার্তিক শর্মার মতোই নিলামে ঝড় তোলেন প্রশান্ত বীর। বেস প্রাইস ছিল ৩০ লাখ। সেখান থেকে আকাশ ছুঁলেন তিনি। ১৪.২০ কোটিতে প্রশান্তকে দলে নিল সিএসকে।
তাঁকে দলে নেওয়ার লড়াইয়ে দড়ি টানাটানিতে নেমেছিল সিএসকে ও রাজস্থান রয়্যালস। শেষে বিডিং ওয়ারে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর দাম বাড়ে চড়চড় করে। ২০ বছর বয়সী প্রশান্ত বীর আইপিএলের নিলামের ইতিহাসে সবথেকে দামি আনক্যাপড খেলোয়াড় হন প্রশান্ত।
প্রশান্ত বীর বাঁ হাতি স্পিনার ও মিডল অর্ডার ব্যাটার। প্রথমবার আইপিএল খেলবেন তিনি। ১২টি টি-টোয়েন্টিতে প্রশান্ত বীর ১১২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৭.১৬। ১২টি উইকেট তাঁর ঝুলিতে।
উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগ ও নয়ডা সুপার কিংস খেলে নজর কাড়েন প্রশান্ত বীর। চেন্নাই সুপার কিংসে রবীন্দ্র জাদেজাকে যে ভূমিকায় দেখা যেত, সেই ভূমিকায় প্রশান্ত বীরকে দেখলেও অবাক হওয়ার কিছু নেই।
প্রশান্ত বীর ও কার্তিক শর্মা আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া আনক্যাপড খেলোয়াড়। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক না হলেও মহেন্দ্র সিং ধোনি এই দলের হৃৎপিণ্ড ও ফুসফুস। তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পছন্দ করেন তিনি। পাথিরানাকে এবার কলকাতা নিয়েছে ১৮ কোটিতে। এই পাথিরানাকে আসল সময়ে ব্যবহার করতেন ধোনি। সেই ধোনির হাতে পড়ে কার্তিক শর্মা ও প্রশান্ত বীরের ক্রিকেট কেরিয়ার যে সমৃদ্ধ হবে তা বলাই বাহুল্য।
নিলামে বেশি দাম উঠলেও মাঠে নেমে যে আগুন ধরিয়ে দেবেন, এমন গ্যারান্টি নেই। তবে কার্তিক-প্রশান্তের মতো তরুণ ক্রিকেটারদের দাম আকাশ ছোঁয়ায় দেশের ক্রিকেটে তাঁরা নিমেষে পরিচিত হয়ে গেলেন।
