আজকাল ওয়েবডেস্ক: এলেন, দেখলেন, জয় করলেন। রাজস্থান-লখনউ ম্যাচের নায়ক বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়। যেমন তেমন অভিষেক নয়।

প্রথম বল থেকেই নিজের জাত চেনালেন। আইপিএলের মঞ্চে প্রথমবার নেমেই একের পর এক বড় শট। যেটুকু সময় ক্রিজে ছিলেন, নির্ভীক মনোভাব নিয়ে ব্যাট করলেন। কোনও ভয়ডর নেই। তিনটে ছক্কা হাঁকান। মারেন দুটো চারও। ২০ বলে ৩৪ রান। স্ট্রাইক রেট ১৭০।

এককথায়, স্বপ্নের অভিষেক। কিন্তু আউট হওয়ার ধরনে চোখের জল ধরে রাখতে পারেননি। মার্করামের বলে স্ট্যাম্প হন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। তবে মানুষের মনে জায়গা করে নিলেন ১৪ বছরের সূর্যবংশী। ভাঙলেন তিনটি রেকর্ড। 


আইপিএলে সবচেয়ে কম ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেক ঘটিয়ে রেকর্ডের পাতায় সূর্যবংশী। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে নেমে নজির গড়েছিলেন প্রয়াস রয় বর্মণ। তাঁকে ছাপিয়ে গেলেন বৈভব। 


আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডের মালিকের নামও বৈভব সূর্যবংশী। এই রেকর্ডের মালিক এতদিন ছিল রিয়ান পরাগ। ১৭ বছর ১৬১ দিন বয়সে তিনি প্রথম ছক্কা হাঁকিয়েছিলেন। সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডও সূর্যবংশীর। 


আইপিএল কেরিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইয়ের পাতায় সেই বৈভবই। অভিষেকেই সূর্যবংশী কিন্তু প্রচারের সব আলো শুষে নিলেন।