আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে যুগ্মভাবে  ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ন তিনি। সেই উর্ভিল প্যাটেল চাইতেন আইপিএলের অভিষেকে প্রথম বলেই তিনি ছক্কা হাঁকাবেন। তাঁর কোচ প্রকাশ পাটানি সেই রহস্য ভেঙেছেন। প্রকাশ বলছেন, ''উর্ভিল বলেছিল, আইপিএল-এর অভিষেকে প্রথম বলেই ছক্কা হাঁকাতে চায়। ড্রপ বলে দুই ঘণ্টার অনুশীলন দিয়ে শুরু করত। দিনে ২০০টির মতো ছক্কা মারত। জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাত। ১০-১৫ রাউন্ড দৌড়ত।'' 

অভিষেকে প্রথম বলে ছক্কা হাঁকাতে না পারলেও দ্বিতীয় বলে বিশাল ছক্কা মারেন উর্ভিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে  ১১ বলে ৩৩ রান করেন তিনি। ৪টি ছক্কা এবং চারটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। 

ছিলেন পেসার। পরে লেগ স্পিনার হয়ে ওঠেন। তার পরে পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে ওঠেন উর্ভিল। কীভাবে এই পরিবর্তন? প্রকাশ বলেন, ''উর্ভিল পেসার হিসেবে খেলা শুরু করেছিল। কিন্তু জোরে বল করতে গেলেই চাকিং করে ফেলত। পরে লেগ স্পিন শুরু করে। ভালই লেগ স্পিন করছিল। বড় শট খেলার দক্ষতা দেখে আমিই ওকে বলেছিলাম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হও।'' বড় শট খেলতে গেলে শক্তির দরকার হয়। প্রকাশ পাটানি উর্ভিলের খাদ্যাভাসের কথা বলেন, ''উর্ভিল চানা খেত। এই চানা ওকে শক্তি জোগাত। দ্রুত দৌড়নোর জন্য ঘোড়াদের চানা খাওয়ানো হয়। টি-টোয়েন্টিতে উর্ভিল এখন যুগ্মভাবে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ন। আমি নিশ্চিত দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়বে উর্ভিল।''