আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসরই নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাবতীয় অনুরোধ দূরে ঠেলে অস্তাচলে গেলেন কোহলি।

বিদায়বেলায় ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, ''১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে যা শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের সঙ্গী।''  

স্থগিত হয়ে যাওয়া আইপিএল শুরু হচ্ছে আজ শনিবার থেকে। কেকেআরের সামনে আরসিবি। সবার নজরে বিরাট কোহলি। সব আলো শুষে নিয়েছেন তিনি। কোহলিকে অভিনব শ্রদ্ধা জানানো হবে চিন্নাস্বামীতে। আরসিবি ভক্তরা ১৭মে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন টেস্টের সাদা জার্সিতে। 

সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। মহানায়ককে শ্রদ্ধা জানাতে আরসিবি ফ্যানরা এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। সবাই টেস্টের সাদা জার্সিতে মাঠে আসবেন। শনিবার সন্ধ্যায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরুতে। যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে কলকাতার প্লে অফে যাওয়ার আশা শেষ। চিন্নাস্বামীতে এখন প্রবল বৃষ্টি। ম্যাচ হওয়ার সম্ভবনা কম।