আজকাল ওয়েবডেস্ক: ভরা আইপিএলের মধ্যেও রোহিত শর্মার ব্যর্থতা নিয়ে চর্চা চলছে। তাঁর ব্যাট এযাবৎ বোবা থেকে গিয়েছে। অঞ্জুম চোপড়ার মতো প্রাক্তন মহিলা ক্রিকেটার হিটম্যানের পাশে এসে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে রোহিতকে পরামর্শ দিচ্ছেন, ''তোমার ছেলেদের অভিনন্দন জানাই। তোমার জন্য সুপার হ্যাপি। তুমি বাবা হয়েও খেলা চালিয়ে যেতে পারো। ৪৫ বছর পর্যন্ত খেলো। তার পর অবসর নাও।'' 

ভারত অধিনায়ক প্রাক্তন অজি তারকাকে জবাবে বলেন, ''আমি আগামিকাল বাড়ি যাব। একদিনের জন্য বাবা হব।'' ক্লার্কেক জবাব, ''অনেক মানুষই বুঝবে না। একদিন ঘরে থাকা মানে দু'সপ্তাহের সমান। নিজের বিছানা, পরিবার এবং বাড়িতে থাকার স্বাচ্ছন্দ্য এবং নিজের বাচ্চাদের দেখা। দারুণ এক অনুভূতি।'' 

মুম্বইয়ের তারকা প্লেয়ার হিটম্যানের ব্যাট থেকে এসেছে ০, ৮, ১৩, ১৭ এবং ১৮।  ব্যর্থ হওয়ার পরে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকায় পাঠানো হয়েছে। 

এই খারাপ সময়ে রোহিতের পাশে এসে দাঁড়িয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অঞ্জুম চোপড়া। তিনি বলছেন, ''আউট অফ ফর্ম তো হতেই পারে। ফর্মহীনতা অপরাধ নয়।''