আজকাল ওয়েবডেস্ক: গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। তাঁকে রিটেইন করেনি কেকেআর। মেগা নিলামে ৪.২০ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালস তাঁকে কিনে নেয়।
তিনি নীতীশ রানা। প্রাক্তন দলের বিরুদ্ধে তিনি জ্বলে উঠতে পারলেন না। মাত্র ৮ রানে ফিরে গেলেন। তার পরে তীব্র সমালোচিত নীতীশ। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখা হল, ''ওয়ান্স আ নাইট, অলওয়েজ আ নাইট। রিয়াল নাইট ব্লাড, নীতীশ রানা।''
নেটদুনিয়ায় আরেক ক্রিকেটভক্ত লিখলেন, ''নীতীশ রান অবশেষে কেকেআরের হয়ে ব্যাট করল। আনুগত্যই আসল।''
সোশ্যাল মিডিয়ায় লেখা হল, ''নাইটরা কেন ওকে রাখেনি, তা বোঝা গেল এবার।'' বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে জয়ের মুখ দেখল নাইটরা। কেকেআর স্পিনারদের দাপটে রাজস্থান ১৫১ রানে থেমে যায়।
রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৭.৩ ওভারে ম্যাচ জিতে নেয়। কুইন্টন ডি কক তিন রানের জন্য সেঞ্চুরি পাননি।
কেকেআরের পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
