আজকাল ওয়েবডেস্ক: মেগা নিলামে ২৩.৭৫ কোটির বিনিময়ে কেকেআর তাঁকে দলে নিয়েছিল। সেই ভেঙ্কটেশ আইয়ারের শট নির্বাচনের সমালোচনা করলেন প্রাক্তন কেকেআর লেগ স্পিনার পীষূষ চাওলা।
তাঁর বক্তব্য বিশাল আর্থিক অঙ্কের চাপ অনুভব করতে শুরু করে দিয়েছেন আইয়ার। তাঁর খেলার ধরনে তাই পরিষ্কার। পীষূষ চাওলা বলেন, ''কখনও কখনও পরিস্থিতিকে শ্রদ্ধা করতে হবে। ওয়াংখেড়ের পিচ ব্যাটিং সহায়ক ছিল না। বিশেষ করে নতুন বলে এই পিচে খেলা কঠিন ছিল। খেলার শুরুর দিকে সতর্ক হয়ে খেলা দরকার ছিল। কারণ বল পুরনো হলে এবং একটু নরম হলে বড় শট খেলার দিকে ঝোঁকা যেত। কিন্তু তা হয়নি।''
প্রথমে ব্যাট করে কেকেআর পুরোদস্তুর ২০ ওভারও ব্যাট করতে পারেনি। ১৬.২ ওভারে নাইটরা শেষ হয়ে যায় ১১৬ রানে।
ভেঙ্কটেশ আইয়ার মাত্র ৩ রানে ফিরে যান। চাওলা বলেন, ''ভেঙ্কটেশ আইয়ার শৌখিন শট খেলতে যাচ্ছে। আগেও বলেছি, ওকে দেখে মনে হচ্ছে আকাশছোঁয়া অর্থের চাপ অনুভব করতে শুরু করে দিয়েছে ভেঙ্কটেশ আইয়ার।''
নাইটদের কোনও ব্যাটারই মুম্বই বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি। কেকেআরের ১১৬ রানের জবাবে রান তাড়া করতে নেমে ১২.৫ ওভারে ম্যাচ জিতে যায় মুম্বই ইন্ডিয়ান্স।
