আজকাল ওয়েবডেস্ক: ১ কোটির ক্রিকেটারের পরিবর্তে বেঙ্গালুরুতে এলেন ৭৫ লাখের বোলার। আরসিবি ছাড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা লুঙ্গি এনগিডি। তাঁর পরিবর্তে দলে  এলেন ব্লেসিং মুজারাবানি। 
আইপিএলের প্লে অফের আগে জিম্বাবোয়ের মুজারাবানি যোগ দিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি নেবেন লুঙ্গি এনগিডি। সেই কারণেই বিরাটদের শিবির ছেড়ে চলে গিয়েছেন প্রোটিয়া বোলার। 

জিম্বাবোয়ের ঐতিহাসিক ইংল্যান্ড সফরে দলে ছিলেন মুজারাবানি। জিম্বাবোয়ে সেই টেস্ট ম্যাচ হেরে গিয়েছে ইনিংস ও ৭৫ রানে। দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ১৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মুজারাবানি। 

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে আরসিবি দলে থাকবেন মুজারাবানি। জিম্বাবোয়ের হয়ে তিনি এখনও পর্যন্ত ৭০টি টি-টোয়েন্টি খেলেছেন। ৭৮টি উইকেট সংগ্রহ করেছেন। জিম্বাবোয়ের হয়ে ১৩টি টেস্ট ম্যাচ ও ৫৫টি ওয়ানডে-তে প্রতিনিধিত্ব করেন মুজারাবানি। 

এর আগে লখনউ সুপারজায়ান্টের নেট বোলার হিসেবে দেখা গিয়ছিল তাঁকে। এখনও পর্যন্ত একটিও আইপিএল ম্যাচ খেলেননি তিনি। 

রবিবার অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড যোগ দেন আরসিবির সঙ্গে। তিনি আসার ফলে বোলিং বিভাগে শক্তি বাড়ে আরসিবির। এবার ব্লেসিং মুজারাবানিও যোগ দিলেন আরসিবি শিবিরে।