আজকাল ওয়েবডেস্ক: এই ৪৩ বছর বয়সে এসেও রেকর্ড গড়ছেন মহেন্দ্র সিং ধোনি। লখনউয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। ধোনির অধিনায়কত্বে। ম্যাচে ১১ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন ধোনি। তিনি ও শিবম দুবে দলকে জিতিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ইনিংস ও উইকেটের পিছনে ক্ষিপ্রতা। ধোনি লখনউ ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন। যদিও তিনি নিজেই আয়োজকদের এই সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">April 15, 2025

ম্যাচ জেতানোর পরেও ধোনিকে নিয়ে দেখা গেল উদ্বেগ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় ধোনি খোঁড়াচ্ছেন। ভক্তরা প্রশ্ন তোলেন, হাঁটুর পুরনো চোট কি তাঁকে ভোগাচ্ছে? 

এক ভক্ত ধোনির ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ম্যাচের শেষে ধোনিকে খোঁড়াতে দেখলাম। আশা করি গুরুতর নয়। দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। 

 

?ref_src=twsrc%5Etfw">April 15, 2025

আরেক ভক্ত লিখেছেন, পরের ম্যাচে কি ছিটকে গেল? সিএসকে বনাম এএসজি ম্যাচের শেষে ধোনিকে খোঁড়াতে দেখলাম। পরের ম্যাচে যদি ধোনিও নামতে না পারে, তাহলে বড় আঘাত পাবে সিএসকে।