আজকাল ওয়েবডেস্ক: নাটকীয়তায় মোড়া ম্যাচ ছিল চিন্নাস্বামীতে। শেষ ওভারে যশ দয়ালের কোমরের উপরে ওঠা ফুলটস যখন শিবম দুবে গ্যালারিতে ফেললেন, তখনও সবাই ধরে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংস বুঝি শেষ হাসি হাসবে। কিন্তু ফ্রি হিট এবং তার পরের ডেলিভারি গুলো থেকে কোনও সুবিধাই নিতে পারেননি
সিএসকে-র ব্যাটসম্যানরা। জয়ের কাছে গিয়েও  ম্যাচ হারল চেন্নাই। খেলা শেষে সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং  ধোনি নিজেকে দুষলেন। 

ধোনি মানেই ফিনিশার। জেতার জন্য শেষ ওভারে সিএসকে-র দরকার ছিল ১৫ রান। যশ দয়ালের তৃতীয় বলে ধোনি এলবিডব্লিউ হন। পরের বলেই নাটকীয় পরিবর্তন। যশ দয়ালের কোমরের উপরের উচ্চতার ফুলটস বল গ্যালারিতে ফেলেন শিবম দুবে। আম্পায়ার নৌ বল ডাকেন। ফ্রি হিট থেকে দুবে নেন এক রান। পরের ডেলিভারি থেকেও  এক রান নেন জাদেজা। ম্যাচ তখনই ফস্কে যায় চেন্নাইয়ের হাত থেকে।

ধোনি বলেন, “আমি ব্যাট করতে নামার সময়ে যত বলে যত রান দরকার ছিল, তার অন্তত গোটা দুয়েক ডেলিভারি আমার কাজে লাগানো উচিত ছিল। সেটা করতে পারলে চাপ কমে যেত। এর দায় আমিই নিচ্ছি।''

ম্যাচে পার্থক্য গড়ে দেয় আরসিবির রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস। চেন্নাইয়ের বোলাররা তাঁকে শান্ত করতে পারেননি। সেই প্রসঙ্গে ধোনি  বলেন, ''
“আরও ইয়র্কার অনুশীলন করতে হবে আমাদের। ব্যাটসম্যানরা যখন ঠিকঠাক মারতে শুরু করে, তখন ইয়র্কারের উপরে ভরসা করতে হয়। ইয়র্কার যদি নিখুঁত না হয়, তাহলে সেরা ডেলিভারি লো ফুল টস। এই বলে শট খেলা কঠিনতম কাজগুলির একটি।''

আর অনুশীলন বা উন্নতি করার জায়গা নেই ধোনিদের। পয়েন্ট তালিকায় সবার নীচে চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড় থেকেও ছিটকে গিয়েছে তারা। বাকি ম্যাচগুলো সুনামের সঙ্গে শেষ করাটাই এখন চেন্নাইয়ের লক্ষ্য হওয়া উচিত।