আজকাল ওয়েবডেস্ক: শেষ ম্যাচে গুজরাট টাইটান্সকে ৮৩ রানে হারাল চেন্নাই সুপার কিংস। 

শেষ ম্যাচে মেজাজ হারালেন দোনি। তাঁর কথা শুনল না কেউ। আইপিএলের শেষ ম্যাচ বলেই কি ধোনির কথা কেউ আর শোনার প্রয়োজন বোধ করলেন না! 

গুজরাট টাইটান্সের ইনিংসের  দশম ওভারের ঘটনা। শিবম দুবের ওভারে ১৮ রান নেন গুজরাটের দুই ব্যাটার--সাই সুদর্শন ও শাহরুখ খান। 

গুজরাটের এই দুই ব্যাটার দারুণ পার্টনারশিপ গড়ে তুলছিলেন। খুব সহজেই চার মারতে পারছিলেন তাঁরা। দুবের ওভার শেষ হতেই ধোনিকে হতাশাচ্ছন্ন দেখায়। কেউ তাঁর পরামর্শ শোনেননি। তিনি যা বলেছেন, তা কারও কানে ঢোকেনি। ধোনি বিশেষ করে হতাশ হন মাথিসা পাথিরানা ও শিবম দুবের উপরে। 

একাদশ ওভারে রবীন্দ্র জাদেজা বল করতে আসেন। ধোনি ফিল্ডিংয়ে কিছু পরিবর্তন আনেন। তাঁর স্ট্র্যাটেজি খেটে যায় তৎক্ষণাৎ। জাদেজার বলে শাহরুখ শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন পাথিরানার হাতে। 

আগামী বছর কি ধোনিকে ফের দেখা যাবে? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের পরে ধোনি জানান, আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি। দীর্ঘদিন পর রাঁচিতে ফিরে বাইকে চড়বেন। সময় উপভোগ করবেন। তারপর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।