আজকাল ওয়েবডেস্ক: ব্যাটিং অর্ডারে নামতে নামতে ন'নম্বরে চলে গিয়েছেন তিনি। শুক্রবার চিপকে মহেন্দ্র সিং ধোনি ঠিক এই ৯
নম্বরেই ব্যাট করতে নামেন। আর তা নিয়ে চলে প্রবল চর্চা।
প্রাক্তনরা প্রশ্ন তুলেছেন, কেন ন'নম্বরে ব্যাট করতে নামলেন ধোনি। যাঁকে নিয়ে এত বিতর্ক, এত আলোচনা, সেই মহেন্দ্র সিং ধোনি ব্যাখ্যা দিলেন তাঁর ব্যাটিং অর্ডারের।
তিনি যে ব্যাটিং অর্ডারে নীচের দিকেই নামবেন তা মেগা ইভেন্ট শুরুর আগেই জানিয়েছিলেন এক ইন্টারভিউয়ে। আইপিএল শুরুর আগে জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনিকে বলতে শোনা গিয়েছে, ''আমার হাঁটুতে একটা সমস্যা রয়েছে। গতবারের থেকে অবশ্য এখন ভাল জায়গায় রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বাছাই রয়েছে। আমাদের দলের দিকে যদি দেখা হয়, তাহলে কে আছে দৌড়ে? শিবম দুবে রয়েছে। সবাইকে সুযোগ দিতে হবে। আমাকে তো আর নির্বাচন করবে না। আমি লড়াইয়ের বাইরে। যারা রয়েছে, তাদের সুযোগ দিতে হবে।''
সতীর্থদের উপরে ভরসা রয়েছে ধোনির। তিনি বলছেন, ''ওরা নিজেদের কাজটা করে দিচ্ছে। দেখতে হবে উপরের দিকে ব্যাট করতে পাঠানোর ফলে ফ্র্যাঞ্চাইজি যেন সমস্যায় না পড়ে। সবাই যদি নিজেদের কাজটা করে দেয় তাহলে আমার উপর থেকে চাপটা কমে যায়।'' তাঁকে নিয়ে উদ্ভুত বিতর্কের জবাব দিলেন ধোনি।
