আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি নাকি তামিল ছবির জনপ্রিয় নায়িকা রাই লক্ষ্মীর সঙ্গে একসময়ে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
সাক্ষী সিং রাওয়াতকে বিয়ে করার কয়েক বছর আগে রাই লক্ষ্মীর সঙ্গে ধোনির সম্পর্ক তৈরি হয়েছিল বলেই গুঞ্জন। যদিও এই সম্পর্ক নিয়ে ধোনি কোনওদিনই মুখ খোলেননি।
২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৩ পর্যন্ত তিনিই ছিলেন সিএসকে-র অধিনায়ক। চেন্নাই অধিনায়ক হওয়ার পরই তাঁর নামের সঙ্গে জুড়ে যায় রাই লক্ষ্মীর নাম।
রাই লক্ষ্মী মডেল থেকে অভিনেত্রী হন। তামিল, মালায়লম, তেলেগু, কন্নড়, হিন্দি ছবিতেও অবিনয় করেছেন রাই লক্ষ্মী।
‘জুলি ২’ ছবিতেও অভিনয় করেছেন রাই লক্ষ্মী। এই ছবির প্রমোশনের সময়ে তাঁকে ধোনি-প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। ধোনিকে নিয়ে করা প্রশ্নে রাই লক্ষ্মী প্রথমে হেসে ফেলেছিলেন। পালটা জিজ্ঞাসা করেছিলেন, ''কে ধোনি?'' পরে অভিনেত্রী বলেছিলেন, ''এই বিষয় নিয়ে কথা বলা এবার বন্ধ করা হোক। ধোনি তো এখন বিবাহিত।''
মিডিয়া রিপোর্টে লেখা হয়েছিল সেই সময়ে, ধোনি ও রাই লক্ষ্মীর মধ্যে সম্পর্ক গড়িয়েছিল বছর খানেকের বেশি। তাঁদের একসঙ্গে পার্টিতে দেখা যেত। এমনকী সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ধোনি গিয়েছিলেন রাই লক্ষ্মীর জন্মদিনের পার্টিতে। ২০১৪ সাল নাগাদ রাই লক্ষ্মীকে বলতে শোনা গিয়েছিল, আমার সঙ্গে ধোনির সম্পর্ক কলঙ্কের মতো, দীর্ঘকাল যা চলতে পারে না।''
প্রতিবেদনে লেখা হয়েছিল, নিজেদের কেরিয়ারের জন্য একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন ধোনি ও রাই লক্ষ্মী। তাঁদের ব্রেক আপের এক বছরের মধ্যে ধোনির সঙ্গে সাক্ষাৎ হয় সাক্ষীর। ২০১০ সালের ৪ জুলাই ধোনি-সাক্ষীর বিয়ে হয়েছিল।
ধোনি এখনও আইপিএল খেলছেন। তাঁকে নিয়ে চর্চা চলছে। রাই লক্ষ্মী এখন আর খবরে নেই।
