আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টা। রবিবার সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম। ভারতীয় সময় দুপুর তিনটে থেকে শুরু হবে নিলাম। ২.৫০ নাগাদ শেষ হবে ভারত-অস্ট্রেলিয়া পারথ টেস্টের তৃতীয় দিনের খেলা। তারপরই শুরু বহু প্রতীক্ষিত নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর দু'দিন ব্যাপী নিলাম চলবে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের সঙ্গে নিলামের দিন মিলে যাওয়ায়, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যাতে বঞ্চিত না হয়, নিলামের সময় বদলে ফেলা হয়েছে। সাধারণত আইপিএল নিলাম দুপুর ১২ টায় শুরু হয়। কিন্তু এবার শুরু হবে দুপুর তিনটেয়। অবশ্য সম্প্রচারকারী চ্যানেল এর অন্যতম কারণ। রবিবার ভারতীয় সময় সকাল ৭.৫০ মিনিটে পারথে তৃতীয় দিনের খেলা শুরু হবে। আনুমানিকভাবে চলবে দুপুর ২.৫০ মিনিট পর্যন্ত। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পরে শুরু হবে আইপিএলের মেগা নিলাম। জেদ্দার বেঞ্চমার্ক এরিনায় নিলামের আসর বসবে। স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু। ভারতীয় সময় যা দুপুর তিনটে। ভারতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দুপুর তিনটে থেকে সরাসরি নিলাম দেখা যাবে। এছাড়াও জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হবে।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার নিলাম দেশের বাইরে হচ্ছে। গত বছর দুবাইয়ে হয় নিলাম। এবার মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিল। তারমধ্যে থেকে ৫৭৪ জনকে বেছে নেওয়া হয়েছে। তারমধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি। তারমধ্যে রয়েছে তিনজন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার। আনক্যাপড প্লেয়ারদের মধ্যে ৩১৮ জন ভারতীয়, ১২ জন বিদেশি। নিলামে ১০ ফ্রাঞ্চাইজিকে ২০৪ টি স্লট সম্পূর্ণ করতে হবে। তারমধ্যে ৭০টি বিদেশিদের স্লট। দুটো মার্কি প্লেয়ারের সেটে সাতজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছে। এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল এবং অর্শদীপ সিং। মেগা নিলামের দায়িত্বে থাকবেন মল্লিকা সাগর। আগের বছর ইতিহাস রচনা করার পর এবারও নিলামের মঞ্চে তাঁকেই দেখা যাবে। মঞ্চ তৈরি। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনও।
