আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–পাক সংঘাতের জের। আপাতত স্থগিত করে দেওয়া হল আইপিএল। কবে হবে?‌ বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড। কিন্তু কবে?‌ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের জন্য ভারতের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার বদলে যেতে পারে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপের মাঝে হতে পারে আইপিএলের বাকি টুর্নামেন্ট। এই দুটি সিরিজ হওয়ার কথা আগস্ট–সেপ্টেম্বরে।


বলা হয়েছে, ‘‌আগস্ট সেপ্টেম্বরে একটা উইন্ডো বার করার কথা ভাবছে বিসিসিআই। ওই সময় ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ রয়েছে। তখন একটা সময় বের করতে চাইছে বোর্ড।’‌


এদিকে, জানা গেছে পাঞ্জাব ও দিল্লি দল নিরাপদেই ধরমশালা থেকে বেরিয়ে গেছে। পাঠানকোট থেকে বাসে দিল্লি ফেরার কথা দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের। 


প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন আক্রমণের জেরে ধরমশালা স্টেডিয়ামে মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ। তখন থেকেই জল্পনা চলছিল হয়ত সাময়িক স্থগিত হতে পারে আইপিএল। আর শুক্রবার তাতেই সিলমোহর পড়ে। 


তবে অন্য একটি সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকাতেও চলে যেতে পারে আইপিএলের শেষ অংশ। যদিও এই বিষয়ে কিছুই জানায়নি বিসিসিআই। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।