আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের পেস আক্রমণে রক্তাল্পতা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে না নিয়ে নিলামে অবিক্রিত থাকা শার্দুল ঠাকুরকে দলে নেয় লখনউ। আবেশ খান চোট সারিয়ে ফিরলেও, মায়াঙ্ক যাদব ও আকাশদীপ এখনও মাঠে নামেননি।

পাঞ্জাব কিংসের কাছে হেরে গেলেও ঋষভ পন্থের দল সুখবর পেয়েছে। ৪ এপ্রিল মুম্বইয়ের সঙ্গে ম্যাচ লখনউয়ের। তার আগে লখনউ শিবিরে যোগ দেবেন আকাশদীপ। 

ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকইনফোর খবর অনুযায়ী, লখনউয়ের চতুর্থ ম্যাচ থেকে আকাশদীপকে পাওয়া যাবে। সেন্টার অফ এক্সেলেন্সে বুমরার সঙ্গে রিহ্যাব করছেন আকাশদীপ। 

বর্ডার-গাভাসকর সিরিজে পিঠে চোট পেয়েছিলেন আকাশদীপ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তিনি শেষবার খেলেছিলেন। ৮ কোটি টাকার বিনিময়ে আকাশদীপকে দলে নিয়েছে লখনউ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আকাশদীপ আটটি ম্যাচ খেলেছেন। সাতটি উইকেট নেন তিনি। গত মরশুমে আরসিবির হয়ে একটি মাত্র ম্যাচ খেলেন আকাশদীপ। 

আকাশদীপ ফিরলে লখনউয়ের বোলিং আক্রমণের শক্তি যে বাড়বে, তা বলাই বাহুল্য।