আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটি জমজমাট। বেগুনি বনাম গোলাপির লড়াই। ঘরের ছেলে রিয়ান পরাগ ফিরেছেন ঘরের মাঠে। তাঁর জন্য মাঠ ভরিয়েছেন সমর্থকরা।
বুধ সন্ধ্যায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কে রাহানে। প্রথমে বল করে উইকেটের চরিত্র বুঝে রাজস্থান রয়্যালসের রান তাড়া করবে কেকেআর। তবে মাঠে নামার আগেই যে বড় ধাক্কা নাইট শিবিরে। কেকেআরের গুরুত্বপূর্ণ নাইট সুনীল নারিন ছিটকে গেলেন। প্রথম একাদশে তাঁকে রাখা হয়নি। রাহানে জানালেন, নারিন পুরোদস্তুর সুস্থ নন। নারিনের জায়গায় দলে এলেন মইন আলি।
মইন আলির হাতে যে টুপি তুলে দেওয়া হয়েছে জানতেন না অনেকেই। এমনকী ধারাভাষ্যকাররাও নন। ক্যামেরা যখন কেকেআরের খেলোয়াড়দের ধরে, তখনই দেখা যায় ডোয়েন ব্রাভো টুপি দিচ্ছেন মইন আলির হাতে। খোঁজ শুরু হয়ে যায়, কার জায়গায় এলেন মইন? টসের সময়ে রাহানে জানালেন নারিনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মইনকে। নারিন পুরোদস্তুর সুস্থ নন। ক্যারিবিয়ান তারকা নেই, তাই ওপেনিংয়েও পরিবর্তন হবে। আবার বোলিংয়ে তাঁর অভাব অনুভূত হবে।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে একটা পরিবর্তন হয়েছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা দলে এসেছেন ফজলহক ফারুকির জায়গায়। এদিকে দুটো দলই প্রথম ম্যাচ হেরে গুয়াহাটিতে খেলতে নেমেছে।
ঘরের মাঠে প্রথম ম্যাচে হার হজম করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। অন্যদিকে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসও প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার মেনেছে। এই ম্যাচ দুটো দলের কাছেই ঘুরে দাঁড়ানোর। শেষ মেশ কার জন্য হাসি তোলা থাকে, সেটাই দেখার।
