আজকাল ওয়েবডেস্ক: চিপকে মহারণ শুক্রবার। চেন্নাই সুপার কিংসের সামনে কলকাতা নাইট রাইডার্স। 

ইডেনে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পরে চেন্নাইয়ের ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই নাইটদের। চিপকে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ক্যাপ্টেন হিসেবে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি নেতা হিসেবে ফেরায় এই ম্যাচের গুরুত্ব বেড়ে গেল বহুগুণে। ভেঙ্কটেশ আইয়ার বলছেন,  "আমরা আগের ম্যাচেও ভাল খেলেছি। লখনউয়ের কাছে চার রানে হার মেনেছি ঠিকই। এই ফলাফল থেকেই বোঝা যাচ্ছে ম্যাচটা কীরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।" 

চিপকের পিচে স্পিনাররা সুযোগ পান। কলকাতা নাইট রাইডার্সের রয়েছে বরুণ চক্রবর্তীর মতো একজন রহস্য স্পিনার। বরুণের জন্যই কি বাড়তি সুবিধা পাবে কলকাতা নাইট রাইডার্স? আইয়ার বলছেন, "আমরা এসব ভেবে খেলতে নামি না।  ভাল ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করি। বিশেষ পরিস্থিতির কথা ভেবে খেলতে নামি না।  পেশাদার খেলাধুলো এটাই। যদি কোনও দল চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে সেই দলকে বুঝতে হবে যে সব পরিস্থিতিতে জেতার মতো ক্ষমতা থাকা দরকার।"

নিলামে আকাশছোঁয়া দাম উঠেছে ভেঙ্কটেশ আইয়ারের। দামি ক্রিকেটারের তকমা তাঁর উপরে চাপ বাড়াচ্ছে। সেই কথা স্বীকারও করে নিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। নাইট রাইডার্সের সহ-অধিনায়ক বলছেন, "খেলার প্রতি মানসিকতা যখন আমার ঠিক থাকে, তখনই সেরা অবস্থায় থাকি। তখনই রান পাই।''