আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে শুভমান গিল নামাননি ওয়াশিংটন সুন্দরকে। গিলের সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন ভক্তরা। অবাক হয়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাইও। 

এক ভক্তের পোস্টের জবাবে সেকথাই জানিয়েছিলেন গুগলের সিইও।  ওয়াশিংটন সুন্দর কেন প্রথম একাদশে জায়গা পেলেন না তা দেখে হতবাক এক ক্রিকেটভক্ত লেখেন, ''যে সুন্দর ভারতের সেরা ১৫ দলে ঢুকতে পারে, সে আইপিএলের প্রথম একাদশে ঢুকতে পারে না? দশ দলের টুর্নামেন্ট অথচ প্রথম একাদশে না থাকা রহস্যের।'' 

সোশ্যাল মিডিয়ায় যে ব্যক্তি এই মন্তব্য করেছিলেন, তাঁর নাম পুষ্কর। এই প্রশ্নের উত্তর দেন আরেক সুন্দর। তিনি গুগলের সিইও সুন্দর পিচাই। সেই ভক্তের পোস্টের জবাবে লিখলেন, ''আমিও অবাক হয়ে যাচ্ছি।'' 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাটের প্রথম একাদশে ফেরেন ওয়াশিংটন সুন্দর। ২৯ বলে ৪৯ রানের ইনিংস খেলেন সুন্দর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিততে সাহায্যও করে সুন্দরের এই ইনিংস। ওয়াশিংটন সুন্দর গর্জে ওঠায় গুজরাট টাইটান্সও জবাব দিতে ছাড়েনি গুগলের সিইও সুন্দর পিচাইকে। অতীতে যে টুইট করেছিলেন সুন্দর পিচাই তারই জবাব দিল গুজরাট বলে মনে করছে অনেকে। 

সুন্দর পিচাইয়ের পুরনো পোস্টকে ট্যাগ করে গুজরাট টাইটান্স লিখেছে, ''সুন্দর এল, সুন্দর জয় করে নিল।'' চলতি আইপিএলের শুরুটা দারুণ করলেন ওয়াশিংটন সুন্দর। সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন। ভক্তরা চাইছেন এরকম পারফরম্যান্স তিনি আগামী ম্যাচগুলোতেও করবেন।