আজকাল ওয়েবডেস্ক: এলেন, দেখলেন, জয় করলেন। রাজস্থান-লখনউ ম্যাচের নায়ক বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়। যেমন তেমন অভিষেক নয়।

প্রথম বল থেকেই নিজের জাত চেনালেন। আইপিএলের মঞ্চে প্রথমবার নেমেই একের পর এক বড় শট। যেটুকু সময় ক্রিজে ছিলেন, নির্ভীক মনোভাব নিয়ে ব্যাট করলেন। কোনও ভয়ডর নেই। তিনটে ছক্কা হাঁকান। মারেন দুটো চারও। ২০ বলে ৩৪ রান। স্ট্রাইক রেট ১৭০।

এককথায়, স্বপ্নের অভিষেক। কিন্তু আউট হওয়ার ধরনে চোখের জল ধরে রাখতে পারেননি। মার্করামের বলে স্ট্যাম্প হন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। তবে মানুষের মনে জায়গা করে নিলেন ১৪ বছরের সূর্যবংশী।

?ref_src=twsrc%5Etfw">April 19, 2025

 

বৈভবের অভিষেক দেখে অনেকেই বিস্মিত। গুগল-এর সিইও সুন্দর পিচাই কেবল সূর্যবংশীর অভিষেক ম্যাচ দেখার জন্য ঘুম থেকে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় সূর্যবংশী লেখেন, ''অষ্টম শ্রেণির বাচ্চার আইপিএল ম্যাচ দেখার জন্য ঘুম থেকে উঠেছি। কী দুর্দান্ত অভিষেক!''

মেগা নিলামে বৈভবকে ১.১০ কোটি টাকার বিনিময়ে দলে নেয় রাজস্থান রয়্যালস। বৈভবের এমন দুর্দান্ত অভিষেকের পরেও রাজস্থান রয়্যালস ম্যাচটা হেরে যায় ২ রানে।