আজকাল ওয়েবডেস্ক: অনভিজ্ঞ বোলিং লাইন আপ নিয়ে খেলতে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। সোমবার ঋষভ পন্থের দল হার মেনেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। আরও নির্দিষ্ট করে বললে, আশুতোষ শর্মার মারমুখী ব্যাটিংয়ের কাছেই হার মেনেছে লখনউ।
কিন্তু ম্যাচ হেরে গেলেও লখনউ পেল সুখবর। চোটগ্রস্ত আবেশ খান ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন সেন্টার অফ এক্সলেন্সে। তবে এখনই তিনি লখনউ শিবিরে যোগ দেবেন কিনা জানা নেই। চলতি মাসের ২৭ তারিখ লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।
আইপিএলের বল গড়ানোর আগেই লখনউ সুপার জায়ান্টসের শিবিরে মাথাব্যথার কারণ হয় পেসারদের চোটআঘাত। আবেশ খান, মায়াঙ্ক যাদব ও আকাশদীপ চোটের লাল চোখ দেখেছেন। এর মধ্যেই খবর এল আবেশ খান ফিটনেশ পরীক্ষায় পাশ করেছেন।
মায়াঙ্কের চোট নিয়ে আপডেট দিয়েছেন লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ''মায়াঙ্ককে নিয়ে সবাই উত্তেজিত। সুস্থতার দিকেই এগোচ্ছিল। কিন্তু পায়ের আঙুলে চোট পায়। পায়ের আঙুলে সংক্রমণ হয়েছে। মায়াঙ্ক বল করছে, এই ভিডিও আমরা দেখছি। আশা রাখি টুর্নামেন্টের শেষের দিকে সুস্থ হয়ে যাবে মায়াঙ্ক।''
আকাশদীপ চোট সারিয়ে উঠে বোলিং শুরু করেছেন। তাঁর ইয়ো-ইয়ো টেস্ট হয়ে গিয়েছে বলে মনে করেন মায়াঙ্ক। বোলারদের চোটআঘাত থাকায় শার্দূল ঠাকুরকে দলে নিয়েছে এলএসজি। নতুন বল হাতে জেক ফ্রেজার ম্যাকগার্ক ও অভিষেক পোড়েলের উইকেট নেন শার্দূল।
