আজকাল ওয়েবডেস্ক: দ্বিগবেশ সিং রাঠীকে ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ জরিমানা করা হল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের কোড অফ কন্ড্যাক্ট ভাঙার জন্য তাঁর উপরে নেমে এসেছে শাস্তির খাঁড়া। এটাই তাঁর দ্বিতীয় অপরাধ। মন্থর ওভার রেটের জন্য পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
নোটবুক সেলিব্রেশন করে আগে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল রাঠীকে। মুম্বইয়ের নমন ধীরকে আউট করে একইরকম উদযাপন করেন রাঠী।
রাঠীকে লখনউ নিয়েছিল ৩০ লক্ষ টাকার বিনিময়ে। সই রাঠীকে জরিমানা বাবদ দিতে হবে ৫ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতি ম্যাচ ফি চালু করেছে। প্রতিটি ম্যাচ থেকে সংশ্লিষ্ট ক্রিকেটার পাবেন সাড়ে সাত লক্ষ টাকা। প্রথম ম্যাচে রাঠীর ২৫ শতাংশ জরিমানা হয়েছিল। অর্থাৎ রাঠীকে দিতে হয়েছে সাড়ে সাত লক্ষর পঁচিশ শতাংশ। অর্থাৎ এক্ষেত্রে ১,৮৭,৫০০ টাকা। দ্বিতীয়বার জরিমানা ৫০ শতাংশ। অর্থাৎ রাঠীকে দিতে হবে ৩,৭৫, ০০০টাকা। সব মিলিয়ে দ্বিগবেশ রাঠীকে দিতে হবে ৫, ৬২, ৫০০ টাকা।
