আজকাল ওয়েবডেস্ক: সময়টা খারাপ যাচ্ছে চেন্নাই সুপার কিংসের। টানা তিন ম্যাচে হার মানল রুতুরাজ গায়কোয়াড়ের দল। মহেন্দ্র সিং ধোনি ম্যাজিকও পারছে না দলকে জয় এনে দিতে। 

এর মধ্য়েই অস্বস্তি বাড়িয়েছে রবিচন্দ্রন অশ্বিনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। ভারতের প্রাক্তন তারকা স্পিনারের ইউটিউব চ্যানেল নিয়ে চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিংকে প্রশ্ন করা হয়। তিনিও অস্বস্তিতে পড়েন এই প্রশ্নে। ফ্লেমিং জানতেন না অশ্বিনের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। 

আইপিএলের অষ্টাদশ সংস্করণ চলার মধ্যেই অশ্বিনের ব্যক্তিগত ইউটিউব চ্য়ানেলে তিনজন প্যানেলিস্ট দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। আলোচনার সময়ে প্যানেলিস্টদের মধ্যে একজন মতামত প্রকাশ করে বলেছিলেন, নূর আহমেদকে দলে নিলামে দলে নেওয়া উচিত হয়নি। 
চলতি আইপিএলে নূর আহমেদ এখন সর্বোচ্চ উইকেট শিকারী। ১০টি উইকেট তাঁর নামের পাশে। সেই প্যানেলিস্ট বলেন, নূরের পরিবর্তে অন্য কাউকে দলে নেওয়া উচিত ছিল সিএসকে-র। কারণ দলে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। 

সাংবাদিক বৈঠকের সময়ে এক সাংবাদিক পুরো ঘটনা তুলে ধরেন স্টিফেন ফ্লেমিংয়ের সামনে। জিজ্ঞাসা করেন, দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে দল সংক্রান্ত কাটাছেঁড়া করা হলে তাতে কি অস্বস্তি বাড়ে সংশ্লিষ্ট দলের? 

প্রথমটায় ফ্লেমিং ধরতে পারেননি। পরে যখন তিনি ধরতে পারেন বিষয়টা তখন উপস্থিত সাংবাদিকদের বলেন, ''বন্ধু, আমার এব্যাপারে কোনও ধারণাই নেই। ওর যে চ্যানেল রয়েছে আমি জানতামই না। আমি দেখিওনা। আমার কাছে এটা নিরর্থক। তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে।''