আজকাল ওয়েবডেস্ক: আইপিএল এক সপ্তাহ স্থগিত থাকার পরে শনিবার থেকে বল গড়াচ্ছে টুর্নামেন্টের। ভারত-পাক সংঘাতের আবহে এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বিদেশি ক্রিকেটাররা।
স্থগিত আইপিএল ফের শুরু হওয়ায় বিদেশি ক্রিকেটাররা ফিরে আসছেন ভারতে। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, বিদেশিরা চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এলেও দু'জন বিদেশি কেবল যোগ দিচ্ছেন না ধোনির দলে।
সাংবাদিক বৈঠকে কাশী বিশ্বনাথন দুই বিদেশি তারকার নাম নেন। একজন স্যাম কুরান। দ্বিতীয় জন জ্যামি ওভারটন। ইংল্যান্ডের এই দুই ক্রিকেটার সিএসকে শিবিরে যোগ দিচ্ছেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড তারকা ওভারটন। ২৯ মে থেকে শুরু হবে সিরিজ। দেশের হয়ে খেলা, সেই কারণে সিএসকে শেষ দুটো ম্যাচে পাচ্ছে না ওভারটনকে। ইংল্যান্ডের সাদা বলের দলে অবশ্য সুযোগ পাননি স্যাম কারেন। তবুও তিনি সিএসকে শিবিরে যোগ দিচ্ছেন না। তিনি আর ফিরতে চাইছেন না চেন্নাই শিবিরে।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। প্লে অফের স্বপ্ন শেষ ধোনিদের। বাকি দু'টি ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে সম্মানরক্ষার। সেই ম্যাচের আগেই কাশী বিশ্বনাথন জানিয়ে দিলেন ওভারটন ও কারেনকে পাচ্ছে না চেন্নাই।
