আজকাল ওয়েবডেস্ক: শক্তি বেড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্লে অফের ঠি্ক আগে আরসিবি শিবিরে যোগ দিলেন সাড়ে ১২ কোটির জশ হ্যাজলউড। রবিবার সকালে লখনউয়ে দলের সঙ্গে যোগ দেন অজি তারকা। তাঁর অপেক্ষাতেই ছিলেন ভক্তরা।

এর আগে হ্যাজলউডকে নিয়ে খবর প্রকাশিত হয়েছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য হয়তো বাকি আইপিএলে তিনি থাকবেন না। কিন্তু সব জল্পনাকে উড়িয়ে দিয়ে আরসিবি-তে ফিরলেন হ্যাজলউড। তাঁর প্রত্যাবর্তনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে আরসিবি।

 

?ref_src=twsrc%5Etfw">May 25, 2025

হ্যাজলউড বলেছেন, ''ফিরে এসে ভাল লাগছে। গত সপ্তাহে ব্রিসবেনে বেশ কয়েক ওভার বল করেছি। সব ঠিকই আছে। প্র্যাকটিসের দিকে তাকিয়ে রয়েছি।''
নক আউট পর্বে হ্যাজলউডের উপস্থিতি আরসিবি-র বোলিং আক্রমণকে ক্ষুরধার করে তুলবে। 

?ref_src=twsrc%5Etfw">May 25, 2025