আজকাল ওয়েবডেস্ক: বাবর আজমের পরিবর্তে নেমে অভিষেকেই বাজিমাত। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শতরান করে ফ্যানদের মন জয় করে নিয়েছেন কামরান গুলাম। দেশের জার্সিতে লাল বলের ক্রিকেটে হাতেখড়িতেই জাতের পরিচয় দেন। ২২৪ বলে ১১৮ রান করেন। ইনিংসে ছিল ১১টি চার, একটি ছয়। ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে ১৬টি শতরান করে ফেলেছেন কামরান। এই চমকপ্রদ পারফরম্যান্সের পর তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রশংসায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। পাশাপাশি বাবর আজমকেও একহাত নেওয়া হয়, সুযোগের সদ্ব্যবহার না করতে পারার জন্য। নবাগত ক্রিকেটারের সেঞ্চুরিতে প্রাক্তন অধিনায়কের কপালে জুটল শুধুই তিরস্কার। নেটমাধ্যমে দু'জনের পারফরম্যান্সের তুলনা শুরু হয়ে যায়। একটানা ব্যর্থতার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর শতরানে ভর করে মুলতানে প্রথম দিনের শেষে ৫ উইকেটে পাকিস্তানের রান ২৫৯। ফর্মের ধারেকাছে না থাকা বাবরের জায়গায় নামেন কামরান। ইংল্যান্ডের আগ্রাসী বোলিং এবং ফিল্ডিং উপেক্ষা করে সেঞ্চুরি হাঁকান ২৯ বছরের ব্যাটার। এরপরই ট্রোল হতে আরম্ভ করেন বাবর।
সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, গত দু'বছরে একটিও অর্ধশতরান করেননি বাবর। সেখানে প্রথম ম্যাচই শতরান কামরানের। নবাগত ক্রিকেটারের শতরানের পর খোলসের মধ্যে ঢুকে পড়ে বাবরের ফ্যানরা। ২০২০ মরশুমে জাতীয় রেকর্ড সত্ত্বেও দলে জায়গা হয়নি তাঁর। শেষপর্যন্ত অপেক্ষার অবসান ঘটে। প্রথম সুযোগই কাজে লাগান। টসে জিতে ব্যাট নেওয়ার পর শুরুতেই জোড়া উইকেট হারায় পাকিস্তান। দলকে লড়াইয়ে ফেরান গুলাম। সাইম আইয়ুবকে নিয়ে তৃতীয় উইকেটে ১৪৯ রান যোগ করেন। এরপর পঞ্চম উইকেটে রিজওয়ানের সঙ্গে ৬৫ রান যোগ করেন। জো রুটের বলে শতরানে পৌঁছন কামরান। পাকিস্তানের দ্বাদশ ব্যাটার হিসেবে প্রথম টেস্টে শতরানের নজির গড়লেন। ৩২৩ মিনিট উইকেটে ছিলেন। স্ট্যাম্পের আধ ঘণ্টা আগে শোয়েব বশিরের বলে আউট হন পাকিস্তানের উঠতি তারকা।
