আজকাল ওয়েবডেস্ক: বার্সেলোনায় সোনা ফলিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। 

এখন ইন্টার মায়ামিতে 'আপেল চাষ'করতে এসেছেন দুই তারকা। দুই বন্ধু এবার নতুন ক্লাব আনছেন। এই ক্লাবের নাম ‘দেপোর্তিভো এলএসএম’।

ক্লাবের পুরনো নাম ছিল ‘দেপোর্তিভো এলএস’। ২০১৮ সালে লুইস সুয়ারেজ উরুগুয়েতে সিউদাদ দে লা কস্তা শহরে ক্লাবটি প্রতিষ্ঠা করেন। 

স্থানীয় প্রতিভা তুলে আনা এবং সমাজে অবদান রাখাই ছিল আসল উদ্দেশ্য। সুয়ারেজ এক ভিডিও বার্তায় জানান ক্লাবটির নতুন নাম হয়েছে ‘দেপোর্তিভো এলএসএম’। 

আগের নামের সঙ্গে এম যোগ করা হয়েছে মেসিকে সম্মান জানিয়ে। মেসি এখন এর সঙ্গে যুক্ত হয়েছেন। 

পেশাদার ফুটবল খেলার জন্য তৈরি হচ্ছে মেসি-সুয়ারেজের নতুন ক্লাব। ইনস্টাগ্রামে সুয়ারেজ বলেন, ''দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের স্বপ্নের প্রকল্প। ২০১৮ সালে যাত্রা শুরু হয়েছিল। এখন আমাদের তিন হাজারের বেশি সদস্য রয়েছে এবং অবকাঠামো অনেক বেড়েছে।''

মেসি বলেন, ''সুযোগ দেওয়ার জন্য লুইসকে ধন্যবাদ জানাই। অনেক বছর ধরে এই প্রকল্প নিয়ে কাজ করছে। অনেক দূর এগিয়েছে। অবদান রাখার চেষ্টা করব।''