আজকাল ওয়েবডেস্ক: সারা দেশজুড়ে চলছে ইন্ডিগোর বিমান বিভ্রাট। বিশেষ করে দিল্লি, মুম্বই সেক্টরে। যার ফলে দিল্লি থেকে গোয়ায় পৌঁছয়নি সুপার কাপ ট্রফি। তাই ট্রফি নিয়ে ফটোসেশন বাতিল হয়ে যায়। শনিবার টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলের কোচ এবং অধিনায়কদের নিয়ে সুপার কাপের ট্রফি সহ ফটোসেশন হওয়ার কথা ছিল। কিন্তু গোয়ায় সময়মতো ট্রফি না পৌঁছনোয় সেটা সম্ভব হচ্ছে না। আপাতত এমনই জানা গিয়েছে।

রবিবার মারগাঁওয়ে সুপার কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া। বুধবার পাঞ্জাবকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল হলুদ। অন্য সেমিফাইনালে মুম্বই সিটিকে হারিয়ে ইস্টবেঙ্গলের মুখোমুখি এফসি গোয়া। এই নিয়ে তিনবার সুপার কাপের ফাইনালে। তারওপর ঘরের মাঠে খেলা। তাই কিছুটা অ্যাডভান্টেজ থাকবে গোয়ার। তবে প্রথম ট্রফির জন্য জানপ্রাণ লড়িয়ে দেবেন অস্কার ব্রুজো। এবার একটুর জন্য ফস্কে গিয়েছে ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ড। এবার কোনওভাবেই খালি হাতে কলকাতায় ফিরতে চায় না লাল হলুদ ব্রিগেড। গোয়ার ঘরের মাঠ হলেও, প্রথম ট্রফি নিয়ে ফিরতে মরিয়া লাল হলুদের স্প্যানিশ কোচ। তাঁর সঙ্গে দীর্ঘদিনের গোয়া কানেকশন রয়েছে। ভারতে প্রথমবার এফসি গোয়ার দায়িত্ব নিয়ে এসেছিলেন অস্কার। তারওপর তাঁর স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ গোয়ায়। তাই মান্ডবীর তীরে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ট্রফি জিততে মরিয়া অস্কার। 

প্রসঙ্গত, ইন্ডিগো এয়ারলাইন্সে কর্মী সংকট নিয়ে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। বুধবার ২০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও বেশ কয়েকটি ফ্লাইট দেরিতে ছেড়েছে। প্রতিদিন ২,২০০-র বেশি ফ্লাইট পরিচালনাকারী ইন্ডিগোর এই হঠাৎ বিশৃঙ্খলায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সূত্রের দাবি, ইন্ডিগোর কর্মীদের উল্লেখযোগ্য একটি অংশ সম্প্রতি দুবাই-ভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটসের নিয়োগ প্রচারে অংশ নিচ্ছেন। দিল্লি এবং মুম্বইয়ে হওয়া এই নিয়োগ মেলায় পাইলট, কেবিন ক্রু এবং অভিজ্ঞ কর্মীদের আকৃষ্ট করতে বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। ফলে বহু কর্মী ইন্ডিগো ছেড়ে এমিরেটসে যোগদানের আবেদন করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।