আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ড সিরিজের দল এখনও ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিরাট কোহলি ও রোহিত শর্মার ভাগ্য এখনও ঘোষিত হয়নি কিউয়ি সিরিজে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কোহলি রাজকীয় ফর্মে ধরা দিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে দুই তারকাই বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার পরেও জানা যায়নি কিউয়ি সিরিজে এই দুই তারকার ভবিষ্যৎ কী। যদিও দুই তারকা ব্যাটার যে ফর্মে রয়েছেন, তাতে তাঁদের ছাড়া দলগঠন সম্ভবই নয় ওয়ানডে ফরম্যাটে।
দুই তারকাই জায়গা পাবেন। তাঁদের ভবিষ্যৎ জানা যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে।
ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে দল ঘোষণা করা হবে, সেই দলের কাছে কিউয়ি সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই বিবেচিত হবে। ওয়ানডে সিরিজের দল সম্ভবত ৩ বা ৪ জানুয়ারি ঘোষণা করবেন অজিত আগরকর ও তাঁর দল।
