আজকাল ওয়েবডেস্ক: ভারতের নতুন টেস্ট অধিনায়ক তিনি। আগামিদিনে পঞ্চাশ ওভারের ফরম্যাটেও হয়তো তাঁকে অধিনায়ক করা হতে পারে। আপাতত ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন শুভমান গিল। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই ভক্তদের তীব্র সমালোচনার মুখে ভারতের নতুন টেস্ট অধিনায়ক।
সিরিজ শুরুর আগে শুভমান গিলকে ফটোশুটে দেখা গিয়েছে। এই ছবি ঘিরেই যত বিতর্ক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ফটোশুটের যে ছবি পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে গিল এমআরএফ লোগো ব্যবহার করেন ব্যাটে। সেই ব্যাটেই লেখা প্রিন্স।
এই প্রিন্স শব্দ নিয়েই যত আপত্তি ভক্তদের। নিজেকে নিয়ে মগ্ন গিল, ভক্তরা এভাবেই ব্যাখ্যা করেন ভারতের নব্য টেস্ট অধিনায়ককে। তাঁরা বলতে থাকেন, গিল 'প্রিন্স' ট্যাগ পেয়েছেন ভক্তদের থেকে। কোহলিকে যেমন 'কিং' বলা হয়, শচীন তেণ্ডুলকরকে 'ঈশ্বর'। কিন্তু কোহলি বা শচীন কেউই কিন্তু ফ্যানেদের ব্যবহার করা ট্যাগ ব্যাটে লাগাননি।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিজেকে প্রস্তুত করছেন গিল। তার মধ্যেই অনাবশ্যক ভাবে জড়িয়ে পড়লেন বিতর্কে।
