আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারতের প্রথম একাদশ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হল। ভারতের প্রথম একাদশে রাখা হল না বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে। আট ব্যাটার ও পাঁচ বোলার এই দলে। হার্দিক পাণ্ডিয়াজশপ্রীত বুমরাহ দুই পেসার। বাকি তিন স্পিনার। এখানেই আপত্তি বিশেষজ্ঞদের।

তাঁদের বক্তব্য, অর্শদীপ সিং বাঁ হাতি পেসার। তাঁকে খেলতে সমস্যা পড়তেন প্রতিপক্ষের ব্যাটাররাঅর্শদীপ সবসময়ে শুরুতেই উইকেট তুলে নিতে পারেন। আর টি-টোয়েন্টি ফরম্যাটে পঞ্জাবতনয় যথেষ্ট কার্যকরী ভূমিকা নেন। সেই তাঁকেই কেন বসানো হল? ইংল্যান্ডে তাঁকে নিয়ে যাওয়া হলেও বসিয়ে রাখা হয়এশিয়া কাপেও কি তাই হবে? সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তর্ক-বিতর্ক। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীই নেই? এমন প্রশ্ন উঠল। ২০২২ সালের জুলাইয়ে অভিষেক হওয়ার পর অর্শদীপ ৬৩টি টি-টোয়েন্টি থেকে ৯৯টি উইকেট নেন। 

আরও পড়ুন: এক কিলো মাংস হাত থেকে খুবলে নিয়ে গিয়েছিল বাঁদর, জীবনের ভয়ঙ্কর এক কাহিনি শোনালেন রিঙ্কু, একবার নয়, পাঁচবার হয়েছিল বাঁদরের হামলা

টস জিতল ভারত। প্রথমে ব্যাট না করে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত। সূর্যদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি

এশিয়া কাপে প্রথম একাদশে সুযোগ পাবেন সঞ্জু স্যামসন?‌ এনিয়ে গোটা দেশ তোলপাড় ছিল ম্যাচের আগে। শোনা যাচ্ছিল সঞ্জুর পরিবর্তে জীতেশ খেলবেন। কিন্তু ভারতের প্রথম একাদশে রয়েছেন সঞ্জু

ফেব্রুয়ারির পর এই প্রথম টি-টোয়েন্টি খেলছে ভারত। ইংল্যান্ডকে ঘরোয়া সিরিজে ৪-১-এ হারিয়েছিল ভারত। এশিয়া কাপে শক্তির নিরিখে বিচার করলে ভারত বাকিদের থেকে এগিয়ে অনেকটাই। এশিয়া কাপের বল গড়ানোর আগে নানা মুণির নানা মত।

বাংলাদেশ দু'বার ফাইনালে নেমেছে। ভারত টুর্নামেন্ট শুরুর আগেই অশ্বিন বলেছেন, ''বাংলাদেশকে নিয়ে কথা বলার মতো কিছুই নেই। ভারতের সঙ্গে কীভাবে লড়বে?'' বিশেষজ্ঞরা মনে করছেন, সংযুক্ত আরব আমিরশাহারি বিরুদ্ধে বেশি ব্যাট করার সুযোগ ভারত পাবে না। কারণ ধারে ও ভারে এই সংযুক্ত আরব আমিরশাহি অনেক শক্তিশালী। শুরুতে বল করে আমিরশাহিকে কম রানে আটকে রাখাই আসল উদ্দেশ্য ভারতের। আমিরশাহির ম্যানেজার আবার লালচাঁদ রাজপুত। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজপুত ছিলেন ভারতের ম্যানেজার। এখন তিনি আমিরশাহির মস্তিষ্ক

সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকেই কি পরিষ্কার অর্শদীপ একটিও ম্যাচ পাবেন না। দলের সঙ্গে কেবল ঘুরবেন। 

ভারত আটবার এশিয়া কাপ জিতেছে। ২০২৩ সালে শেষবার ভারত এশিয়া কাপ জিতেছে। এবার সূর্যর দলই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী। সবাই তাঁর দলকেই ফেভারিট বলে ধরে নিয়েছে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। অলৌকিক কিছু না ঘটলে ফাইনালে দেখা যাবে সূর্যর ভারতকেই। 

ভারতের প্রথম একাদশ- শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। 

আরও পড়ুন: এশিয়া কাপে সূর্যদের অভিযান শুরু, ১৫ ম্যাচ পর টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের, প্রথম একাদশে সঞ্জু