আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দলে জায়গা হয়নি তাঁর। এহেন শ্রেয়স আইয়ারকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটো লাল বলের খেলা রয়েছে ভারত এ দলের। সেই ম্যাচগুলিতে শ্রেয়স আইয়ারকে নেতৃত্ব দিতে দেখা যাবে বলেই সূত্রের খবর। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া এ দল ভারত সফরে আসছে। লাল বলে দুটো চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ হবে ভারত এ দলের বিরুদ্ধে। দুটো বেসরকারি টেস্ট হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে এবং কানপুরের গ্রিন পার্কে তিনটি ওয়ানডে হবে।

ঘরোয়া সিরিজের জন্য ভারত এ দল এখনও ঘোষণা করা হয়নিক্রিকেটসংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে আইয়ার ভারতীয় এ দলের সদস্য হবেন। এশিয়া কাপের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেই দলে রাখা হয়নি শ্রেয়সকে। 

আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে থাকছে না পাকিস্তান, কেন এই সিদ্ধান্ত নিলেন ফাতিমা সানারা জানুন...

দলে তিনি সুযোগ না পাওয়ায় বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছেহতবাক হয়েছেন অনেকেই। এঁদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলিও। ১৫ জনের দলে জায়গা পাননি শ্রেয়সএমনকী ২০ জনের দলেও নেই পাঞ্জাব কিংসের নেতা। অর্থাৎ, রিজার্ভ দলেও তাঁকে রাখার প্রয়োজনীয়তা মনে করা হয়নি

যা দেখে রীতিমতো অবাক বাসিতও। তিনি বলেছেন, ''শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি যদি পাকিস্তানের খেলোয়াড় হত, তাহলে ওরাক্যাটেগরিতে জায়গা পেত।''

এশিয়া কাপের দল ঘোষণা হয় টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করেই। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নেয়শ্রেয়সের বাদ পড়া অনেকেই মেনে নিতে পারছে না। যার মধ্যে অন্যতম টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। দল ঘোষণার পর তারকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে সাংবাদিক সম্মেলনে অজিত আগরকর বলেন, ''শ্রেয়সের কোনও দোষ নেই, আমাদেরও না। আমরা মাত্র ১৫ জনকে বেছে নিতে পারব। তাই ওকে সুযোগের অপেক্ষা করতে হবে।''

বোর্ডের মুখ্য নির্বাচকের এই কারণ বুঝতে পারেননি অভিষেক নায়ার। ১৫ জনের কথা তিনি ধরছেন না, এমনকী ২০ জনের দলেও নেই পাঞ্জাব কিংসের নেতা। অর্থাৎ, রিজার্ভ দলেও তাঁকে রাখার প্রয়োজনীয়তা মনে করা হয়নি। যা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ গৌতম গম্ভীরের প্রাক্তন ডেপুটি। অভিষেক নায়ার বলেন, ''এশিয়া কাপের ২০ জনের দলে কেন শ্রেয়স আইয়ারকে রাখা হল না আমি বুঝতে পারছি না। আমি চূড়ান্ত ১৫ জনের কথা বলছিই না। আমি ২০ জনের দলের কথা বলছি। যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, টি-২০ তে নির্বাচকদের ভাবনায় নেই শ্রেয়স।'

এদিকে, গ্রিনস্টোন লোবো বলেছেন, ''শ্রেয়স অধিনায়ক হলে তাঁর নেতৃত্বে ভারত বড় কোনও টুর্নামেন্ট জিতবে। ওয়ার্ল্ড কাপও হতে পারে তা'' নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরের উদ্দেশে ভবিষ্যৎদ্রষ্টার বার্তা, ''গৌতম গম্ভীর বা অজিত আগরকর আমার কথা শুনছেন কিনা জানা নেই, কিন্তু শ্রেয়স আইয়ারের মতো একজন ক্রিকেটারকে দীর্ঘসময় বাইরে রাখা যাবে না। ওর গ্রহ-নক্ষেত্রের অবস্থান দেখে বলছি, প্রথম একাদশে ওকে না রাখলে ক্ষতি ভারতেরই'' 

আরও পড়ুন: দুবাইয়ে টিম ইন্ডিয়ার অনুশীলনের ছবি প্রকাশ্যে, নজর কাড়ল স্পনসরহীন জার্সি