আজকাল ওয়েবডেস্ক:‌ পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। এবার থেকে দু’টি হারে জিএসটি কার্যকর হবে–৫ এবং ১৮ শতাংশ। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্তর ছিল, তা তুলে দেওয়া হয়েছে। কিছু পণ্যকে রাখা হয়েছে ৪০ শতাংশ হারের বিশেষ তালিকায়। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করা হবে। 

 

 

?ref_src=twsrc%5Etfw">September 4, 2025

 

 

 


এর প্রভাব মারাত্মকভাবে পড়ল আইপিএলে। বিশ্বের সবচেয়ে কোটিপতি লিগ আইপিএলে জিএসটি কার্যকর হবে ৪০ শতাংশ হারে। এর ফলে আইপিএলে টিকিটের দাম যে বাড়বে তা বলাই বাহুল্য।

এটা ঘটনা বিশ্বের ক্রোড়পতি লিগ এখন আইপিএল। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ হোক বা পাকিস্তানের পিএসএল, বা অন্যান্য দেশের সমস্ত লিগকেই মুনাফার দিক থেকে বলে বলে গোল দেবে আইপিএল। দিন দিন এই টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়ছে। 


শুরু হয়েছিল সেই ২০০৮ সালে। এখন ২০২৫। আইপিএলে পাকিস্তান ছাড়া প্রায় সব দেশেরই নামী দামী ক্রিকেটাররা খেলেন। ভারতীয়রা তো আছেনই। সেই আইপিএলই এবার ৪০ শতাংশ জিএসটি’‌র আওতায় পড়ে গেল। ফলে আগামী বছর থেকে মুনাফায় কতটা টান পড়বে তা নিয়ে এখন থেকেই হিসাব কষতে শুরু করে দিয়েছে বিসিসিআই। ফ্রাঞ্চাইজি মালিকরাও ভাবনাচিন্তা শুরু করবেন ক্রিকেটার কেনার আগে। 

 

আরও পড়ুন:‌ 'প্রত্যেক নিয়ম ভেঙেছি', বোমা ফাটালেন আইপিএলের জন্মদাতা


এটা ঘটনা, শুধু আইপিএল নয়, ৪০ শতাংশ জিএসটি বসেছে পানমশলা, সব ধরনের তামাকজাত দ্রব্য, সিগারেট, নন অ্যালকোহলিক কার্বোনেটেড ড্রিঙ্কস, কার্বোনেটেড ফ্রুট ড্রিঙ্ক ও কার্বোনেটেড ফ্রুট জুস, নন অ্যালকোহলিক ক্যাফেইনেটেড ড্রিঙ্কস, ১২০০ সিসির বেশি ইঞ্জিন এবং ৪ মিটার দৈর্ঘ্যের চেয়ে বড় গাড়ি, ৩৫০ সিসির বেশি মোটরবাইক, প্রমোদতরী, ব্যক্তিগত কাজে ব্যবহারযোগ্য বিমান, রেসিং কারের উপর। ফলে এই জিনিস গুলির দাম বাড়বে। 


এদিকে, দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর পাঁচ শতাংশ জিএসটি ছিল। তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কনডেন্‌সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর ১২ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ। একই হার প্রযোজ্য বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে। পশুচর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডল্‌স, স্প্যাগেটি এবং বিভিন্ন সব্জির দাম কমছে। জিএসটি এ সব ক্ষেত্রে ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামছে। জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে কমে হল পাঁচ শতাংশ। মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্‌স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে। এত দিন ১৮ শতাংশ জিএসটি ছিল এই সমস্ত পণ্যে। কমে হয়েছে পাঁচ শতাংশ। 
এ ছাড়া, যাবতীয় জীবনবীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিড়ির দাম কমছে। বিড়ির পাতার উপর ১৮ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে পাঁচ শতাংশ। বিড়ির উপর ২৮ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে ১৮ শতাংশ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার উপর জিএসটি পাঁচ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। টিভি, এসি, ছোট গাড়ি, ৩৫০ সিসি–র নীচে বাইকের দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হবে।