আজকাল ওয়েবডেস্ক:‌ মিশন ইংল্যান্ড শেষ। এবার দেশে ফেরার পালা। তবে সবাই একসঙ্গে নয়। ধাপে ধাপে দেশে ফিরছেন শুভমন গিল, মহম্মদ সিরাজরা। 
মঙ্গলবার থেকে ভাগে ভাগে দেশে ফিরতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কয়েক জন অবশ্য লন্ডনে ছুটি কাটিয়ে কয়েক দিন পর ফেরার পরিকল্পনা করেছেন। 


সোমবার ওভাল টেস্টে রুদ্ধশ্বাস জয়ের পর উৎসবে মেতেছিল ভারতীয় শিবির। ড্রেসিংরুমে এক দফা উৎসবের পর হোটেলে ফিরেও আনন্দে মেতেছিলেন শুভমন গিল, মহম্মদ সিরাজরা। মঙ্গলবার সকালে লন্ডন থেকে বিমানে উঠেছেন সিরাজ–সহ কয়েক জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন শার্দূল ঠাকুর, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা। তাঁরা প্রথমে দুবাইয়ে আসবেন। সেখান থেকে যে যাঁর শহরের বিমান ধরবেন। যেমন সিরাজ দুবাই থেকে সরাসরি হায়দরাবাদের বিমানে উঠবেন। শার্দূল উঠবেন মুম্বইয়ের বিমানে।


এদিকে টেস্ট জয়ের পর সোমবার বিকেলে অর্শদীপ, প্রসিধরা পরিবারের সঙ্গে লন্ডনে ঘুরতে বেরিয়েছিলেন। কুলদীপ যাদব ঘুরতে যান পীযূষ চাওলার সঙ্গে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘সোমবার রাতে আর কোনও উৎসব হয়নি ভারতীয় শিবিরে। ক্রিকেটাররা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। কেউ কেউ পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। কেউ আবার দেশে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন।’


আপাতত ভারতীয় দলের কোনও সূচি নেই। বেশ কিছু দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। এর পর সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে এশিয়া কাপ খেলবে ভারতীয় দল। সেই প্রতিযোগিতায় টেস্ট দলের অনেকেই হয়তো থাকবেন না। কারণ এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে। 


এদিকে, ওভাল টেস্ট জিতে আবেগে ভাসছে টিম ইন্ডিয়া। হেড কোচ গৌতম গম্ভীরও। সোমবার ওভালে ৫৩ বলের মধ্যে ইংল্যান্ডের শেষ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতেছে ভারত। ড্র হয়েছে সিরিজ।


ওয়াশিংটন সুন্দরকে ‘‌ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজ’‌ ঘোষণা করা হয়েছে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কুলদীপ যাদব। শুভমান গিল, রবীন্দ্র জাদেজা বা মহম্মদ সিরাজকে এই সম্মান দেওয়া হয়নি। 

 

আরও পড়ুন:‌ আবার ক্রিকেট প্রশাসনে ফিরছেন সৌরভ, সিএবির পুরস্কার বিতরণীতে আমন্ত্রিত একঝাঁক তারকা


শেষ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে একসময়ে প্রসিধ কৃষ্ণাকে সঙ্গে নিয়ে সুন্দর ঝড় তুলেছিলেন। ৪৬ বলে ৫৩ রান করেন ওয়াশিংটন সুন্দর। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ওয়াশিংটন সুন্দর ওই ইনিংসটা না খেললে মহম্মদ সিরাজের কাজ কঠিন হয়ে যেত। সেই কারণেই ভারতীয় দল ওয়াশিংটন সুন্দরকে ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার দেওয়া হয়েছে। ম্যাঞ্চেস্টারেও সুন্দর সেঞ্চুরি হাঁকিয়েছেন। বল হাতেও তিনি ভেল্কি দেখান। 

পাঁচ ম্যাচের সিরিজে শুভমান গিল সংগ্রহ করেন ৭৫৪ রান। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের বিচারে  গিল প্লেয়ার অফ দ্য সিরিজ হন। সুনীল গাভাসকরের ৫৪ বছরের রেকর্ড ভাঙতে পারেননি ভারতের নব্য অধিনায়ক। লিটল মাস্টারের রেকর্ডের থেকে ২১ রান দূরে থমকে গিয়েছেন গিল। রবীন্দ্র জাদেজাও সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ব্যাট হাতে নিয়মিত রান করে গিয়েছেন। তবুও তাঁকে পুরস্কৃত করা হয়নি। মহম্মদ সিরাজ ওভাল টেস্টের নায়ক।