আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পরে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় আছড়ে পড়েছে রোহিত শর্মা-বিরাট কোহলির দিকে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন যশস্বী জয়সওয়াল। তাঁর সেই সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার উসমান খওয়াজা, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের মতো ব্যক্তিত্ব। 
জয়সওয়াল লিখেছেন, ''অস্ট্রেলিয়ায় অনেক কিছু শিখলাম। দুর্ভাগ্যবশত যা ফলাফল প্রত্যাশা করা হয়েছিল, তা হয়নি। তবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।'' 
অজি ওপেনার উসমান খওয়াজা লিখেছেন, ''তোমার খেলা ভাল লেগেছে।'' মাইকেল ভন লিখেছেন, ''তুমি সুপারস্টার...তোমার খেলা খুব ভাল লাগে।'' 
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Yashasvi Jaiswal (@yashasvijaiswal28)
 
 
অস্ট্রেলিয়ায় সিরিজ হারের ফলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেনি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দশ বছরের আধিপত্য শেষ হল। রোহিত শর্মা ও বিরাট কোহলিদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তারকা প্রথা বর্জনের ডাক দিয়েছেন  দেশের প্রাক্তন ক্রিকেটাররা। এই আবহে যশস্বীর আবেগঘন সোশ্যাল মিডিয়া বার্তায় সাড়া দিয়েছেন খওয়াজা,  ভনের মতো তারকারা।