আজকাল ওয়েবডেস্ক: মানোলো মার্কেজ কোচ হয়ে আসার পর এখনও পর্যন্ত জয় পায়নি ভারতীয় ফুটবল দল। সোমবার মালয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে নামছে ভারত। তার আগে কোচ মানোলো সাফ জানিয়ে দিলেন, তাঁর দলকে সবকিছুতেই উন্নতি করতে হবে। সোমবার মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মানোলো স্বীকার করেন, চ্যালেঞ্জটা কঠিন। আক্রমণ, রক্ষণ, সেট পিস, সবকিছুতেই উন্নতি করতে হবে।
তাঁর সোজাসাপ্টা স্বীকারোক্তি ভারতের সামনে থাকা কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।ভারতীয় ফুটবল দলের শেষ জয় এসেছিল এক বছরেরও বেশি আগে। মানোলো কোচ হয়ে আসার পর সেপ্টেম্বরে ইন্টার কন্টিনেন্টাল কাপে মরিশাসের বিপক্ষে ১-১ গোলে ড্র এবং সিরিয়ার বিপক্ষে ০-৩ গোলের পরাজয়ের পর গত মাসে ভিয়েতনামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ভারত। মালয়েশিয়ার বিপক্ষে সোমবারের ম্যাচটি চলতি বছরের শেষ ম্যাচ ভারতের কাছে।
এই ম্যাচটিও না জিতলে থেকে ভারত টানা ১১ ম্যাচ জয়শূন্য অবস্থায় থাকবে। এই পরিসংখ্যানের পরেও মানোলো আশাবাদী। তিনি বলেন, "আমরা জিততে চাই। যে দল কম ভুল করে সাধারণত সেই দলই জেতে। আমরা মালয়েশিয়ার বিপক্ষে কম ভুল করে একটি ম্যাচ জিততে চাই। আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে পট ২ দলের বিপক্ষে আমাদের লেভেল মেপে নেওয়ার একটা বড় সুযোগ এই ম্যাচ।
ভারতের কাছে জয় ফিরে পাওয়ার এবং বাছাইপর্বের আগে কনফিডেন্স ফিরে পাওয়ার একটা বড় সুযোগ এই ম্যাচটি। মালয়েশিয়ার জন্য বিদেশের মাটিতে রেকর্ড ভাল করার সুযোগ রয়েছে। মানোলো পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়েছেন, "আমরা মালয়েশিয়ার খেলার ধরন জানি এবং কঠিন ম্যাচের প্রত্যাশা করছি। এই ম্যাচটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
