আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগের ব্রডকাস্ট লাটে উঠতে চলেছে। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর অভিজ্ঞ ভারতীয় ক্রুকে ফিরিয়ে আনা হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, ২৬ জনের মৃত্যুর পেছনে হাত ছিল পাকিস্তানের জঙ্গিদের। পিসিবির এক সূত্র জানান, 'পিএসএলের প্রোডাকশন এবং ব্রডকাস্ট ক্রুয়ে দুই ডজনেরও বেশি ভারতীয় রয়েছে। ওদের বদলে ফেলা হবে। সেখানে ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান, প্লেয়ার ট্র্যাকিং এক্সপার্ট রয়েছে। যারা পিএসএলের সম্প্রচারে সাহায্য করে।' বৃহস্পতিবার ইসলামাবাদে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পর পাকিস্তানে থাকা ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, ভারতীয় ক্রুকে বদলানোর বিষয়ে পিসিবির সঙ্গে আলোচনা হয়েছে পিএসএল কর্তৃপক্ষের। পাকিস্তান ছাড়ার আগে তাঁদের গতিবিধির ওপরও সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পাকিস্তান সুপার লিগের সমস্ত কনটেন্ট ফ্যান কোড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারতে পিএসএলের ম্যাচ দেখানো হচ্ছিল। পাকিস্তান সুপার লিগের ১৩টি ম্যাচ সম্প্রচার করা হয়। যেখানে পাকিস্তান ক্রিকেট দলের সমস্ত ক্রিকেটাররা খেলছে। বৃহস্পতিবারই পিএসএলের ম্যাচ ফ্যানকোডে না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে পিএসএলের ম্যাচ সম্প্রচার করার জন্য সমালোচনার মুখে পরে ফ্যানকোড।