আজকাল ওয়েবডেস্ক: রবিবার মধ্যরাতে দেশকে গর্বিত করেছে ভারতের মেয়েরা। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতের মেয়েদের দল। মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা যা পারেননি সেটা করে দেখান হরমনপ্রীতরা। রবিবার রাতে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়ার মেয়েরা। রাত জেগে হরমনপ্রীত, স্মৃতিদের উৎসবে সামিল হয় মুম্বই। প্রায় রাত দেড়টা, দুটো পর্যন্ত মুম্বইয়ের আকাশে আলোর রোশনাই দেখা যায়। বাজি ফাটে। সোমবার হোটেলেই কাটাচ্ছেন স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগসরা। বিশ্বজয়ী ক্রিকেটারদের পরিবার তাঁদের সঙ্গে আনন্দের জোয়ারে সামিল হচ্ছে। মঙ্গলবার আনুষ্ঠানিক সেলিব্রেশন হতে পারে। তেমনই শোনা যাচ্ছে। মুম্বইয়ে কিছু অনুষ্ঠানে সামিল হওয়ার কথা চলছে বিশ্বচ্যাম্পিয়নদের। বুধবার দিল্লি রওনা দেবে হরমনপ্রীত সহ গোটা দল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবে বিশ্বকাপজয়ী ভারতীয় দল। সম্ভবত প্রধানমন্ত্রীর বাসভবনেই হবে অনুষ্ঠান। বিশ্বজয়ের পর সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীতদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
বিশ্বকাপ জয়ের পরের সকালে ভারতীয় মহিলা বিশ্বকাপজয়ী দল এবং সাপোর্ট স্টাফদের জন্য বিরাট অঙ্কের নগদ পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। টি-২০ বিশ্বকাপ জেতার পর ১২৫ কোটি পেয়েছিল রোহিত শর্মারা। হরমনদের কপালে জুটল অর্ধেকেরও কম। তবে এই মুহূর্তে বিতর্কের কোনও জায়গা নেই। সবাই আনন্দে গা ভাসিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অভিনন্দন। সোশ্যাল মিডিয়ায় বার্তায় ছয়লাপ। ইতিহাস গড়ার পর হরমনপ্রীতদের অভিনন্দন জানান বিরাট কোহলি, শচীন তেন্ডুলকাররা। সোশ্যাল মিডিয়ায় শচীন লেখেন, ‘১৯৮৩ সালের ঐতিহাসিক জয় যেমন এক প্রজন্মকে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্নকে তাড়া করতে অনুপ্রাণিত করেছিল, আজ ভারতের মহিলা ক্রিকেট দল সেই ইতিহাস নতুন করে লিখল। তাঁদের এই সাফল্য দেশের অগণিত কন্যাকে অনুপ্রাণিত করবে হাতে ব্যাট-বল তুলে নিতে, মাঠে নামতে, এবং বিশ্বাস রাখতে—একদিন তাঁরাও সেই বিশ্বকাপ ট্রফি তুলে ধরতে পারবে। এই জয় নিঃসন্দেহে ভারতীয় মহিলা ক্রিকেটের যাত্রাপথে এক ঐতিহাসিক মাইলফলক। অভিনন্দন টিম ইন্ডিয়া! তোমরা পুরো দেশকে গর্বিত করেছ’।
হরমনপ্রীতদের অভিনন্দন জানান বিরাট কোহলিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ভারতের মেয়েরা ইতিহাস গড়লেন। তাঁদের এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভরে উঠেছে গোটা দেশ। বহু বছরের পরিশ্রম ও অধ্যবসায় আজ বাস্তবের রূপ নিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং গোটা দলকে আন্তরিক অভিনন্দন। শুধু খেলোয়াড়রা নয়, দলের সঙ্গে যুক্ত সমগ্র সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানানো উচিত, যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফল এই জয়। ওয়েল প্লেড টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করো হৃদয় ভরে। দেশের অসংখ্য কন্যা এই জয় দেখে অনুপ্রাণিত হবে ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলায় নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে’। টি-২০ বিশ্বকাপ জেতার পর রোহিতদের এক ঝলক পেতে মুম্বইয়ের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছিল। হরমনপ্রীত, স্মৃতিদেরও কি আপন করে নেবে বাণিজ্য নগরী?
