আজকাল ওয়েবডেস্ক: হাসতে হাসতে জিতল রে। ঘাম না ঝরিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারত দেখিয়ে দিল তারা চ্যাম্পিয়ন হতে এসেছে এশিয়া কাপে। দুর্বল সংযুক্ত আরব আমিরশাহি পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৩.১ ওভারে ৫৭ রানে শেষ হয়ে যায় ইউএই। ভারতের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন রান কোনও দলের। ভারত ২৭ বলে ম্যাচটা জিতে নিল। 

রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। পরের বলেই বাউন্ডারি। এক ওভারের শেষে ভারতের রান ছিল ১০। অবশ্য তৃতীয় বলে অভিষেকের ক্যাচ ফেলেন আমিরশাহির হায়দর আলি। ভারত যে খুব সহজেই ম্যাচ জিতে নেবে, এ জানা কথাই ছিল। কিন্তু কতক্ষণে শেষ হবে, তা নিয়ে ছিল প্রশ্ন। অভিষেকের (১৬ বলে ৩০) উইকেট হারিয়ে ভারত ম্যাচটা জিতে নিল ৪.৩ ওভারে। বাকি দলগুলোর কাছেও কঠিন বার্তা দিল সূর্যর দল। শেষপর্যন্ত অপরাজিত থেকে যান গিল (২০) ও সূর্য (৭)। চলতি মাসের ১৪ তারিখ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ। ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচের আগে কিন্তু পাক শিবিরকে একপ্রকার ভারত জানিয়ে দিল, তাঁরা তৈরি লড়াইয়ের জন্য।  

আরও পড়ুন: আর কতদিন বসিয়ে রাখবেন কুলদীপকে? আমিরশাহিকে নিয়ে ছেলেখেলা করলেন ভারতের বোলাররা, ৫৭ রানে শেষ ইউএই...

আর কতদিন বসিয়ে রাখবেন? ধারাভাষ্যকাররা কি গৌতম গম্ভীরকে প্রশ্ন করলেন? হয়তো তাই। কুলদীপ যাদবের বল খেলতে হিমসিম অবস্থা সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটারদের

কুলদীপের গুগলি ধরতে পারলেন না। তাঁর স্পিন আগে থেকে পড়তেই পারলেন না আমিরশাহি ব্যাটাররাকুলদীপ এশিয়া কাপে নেমে সফল। অথচ এই কুলদীপকেই ইংল্যান্ড সফরে নামাতেই চাননি শুভমান গিল-গৌতম গম্ভীর। গোটা দেশে শুরু হয়ে গিয়েছিল চর্চা। কুলদীপকে খেলাও, টেস্ট বাঁচাও। গম্ভীর শোনেননি

এশিয়া কাপে আমিরশাহির বিরুদ্ধে কুলদীপ নামলেন, চারটি উইকেট নিলেনএকসময়ে আমিরশাহির রান ছিল বিনা উইকেটে ২৬। কিন্তু ৫২ রানে পড়ে যায় সাতটি উইকেটআমিরশাহির দুই ওপেনার শারাফু ও মহম্মদ ওয়াসিম কেবল দুই অঙ্কের রান করেন। বাকিরা এলেন আর গেলেন। বুমরাহ শুরুটা করেন। তার পরে ভারতের তিন স্পিনার-কুলদীপ, বরুণ ও অক্ষর উইকেট তুলে নেন। শিবম দুবের কথা মর্নি মর্কেল বলেছিলেন, তাঁকে চার ওভার করে বল করতে দেখা যাবে। দুবে নেন তিনটি উইকেটভারতীয় বোলারদের দাপটে আমিরশাহির ব্যাটাররা কোনও প্রতিরোধই গড়তে পারলেন না। তাঁদের রান আন্তর্জাতিক ফোন কোডের নম্বর বলে ভ্রম হতে পারে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটা ভারতের কাছে ওয়ার্ম আপ ছাড়া আর কিছু নয়। ভারত যে খুব সহজেই ম্যাচটা জিতে নেবে তা সবাই জানতেন। হলও তাই। ৫৭ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ভারত ম্যাচটা জিতে নিল। 

আরও পড়ুন:  টসের সময়ে বিরাট ভুল সূর্যর, কী করলেন তিনি? খেলা শুরুর আগেই প্রবল চর্চা ...